শিরোনাম

নীলফামারী, ২০ জানুয়ারি, ২০২৬ (বাসস) : জেলা সদরের ইটাখোলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হেদায়েত আলী শাহ ফকির ১০ সদস্যকে (ইউপি) নিয়ে বিএনপিতে যোগ দিয়েছেন।
আজ শহরের জেলা বিএনপির কার্যালয়ে এক অনুষ্ঠানে যোগ দেন তারা।
যোগদানকারীরা হলেন, ইউপি সদস্য মশিউর রহমান, মজিবুল হক, বিজয় চন্দ্র, মো. আহাদ আলী, মনি বেগম, আঞ্জুয়ারা বেগম, মমতা বেগম, মো. মজনু, মো. সিদ্দিক আলী ও মো. সৈয়দ আলী।
যোগদান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় সংসদ নির্বাচনের নীলফামারী-২ (সদর) আসনের বিএনপির প্রার্থী সাবেক সংসদ সদস্য প্রকৌশলী শাহরিন ইসলাম চৌধুরী তুহিন।
এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জেলা বিএনপির আহ্বায়ক মীর সেলিম ফারুক, যুগ্ম আহ্বায়ক সোহেল পারভেজ, মোস্তফা হক প্রধান, সদস্য সচিব এ.এইচ.এম সাইফুল্লাহ রুবেল, সদস্য আনিছুর রহমান, শেফাউল জাহাঙ্গীর প্রমুখ।
প্রধান অতিথি ফুল দিয়ে তাদেরকে বরণ করে নিয়ে বলেন, ‘নীলফামারী জেলার উন্নয়নে আমরা অনেক পরিকল্পনা হাতে নিয়েছি, আসুন আমরা দলমত নির্বিশেষে জেলার উন্নয়নের ঐক্যবদ্ধ হয়ে কাজ করি। আমরা সরকার গঠন করলে আগামী পাঁচ বছরে নীলফামারী জেলাকে রংপুর বিভাগের শ্রেষ্ঠ জেলা হিসেবে গড়ে তুলবো’।