বাসস
  ২০ জানুয়ারি ২০২৬, ১৫:১৭

কুমিল্লায় যৌথ বাহিনীর অভিযানে অস্ত্র ও মাদক জব্দ

ছবি : বাসস

কুমিল্লা, ২০ জানুয়ারি, ২০২৬ (বাসস) : কুমিল্লার তিতাস উপজেলায় অভিযান পরিচালনা করে অস্ত্র, গুলি ও মাদক জব্দ করেছে সেনাবাহিনীর নেতৃত্বে যৌথ বাহিনী।

আজ মঙ্গলবার ভোররাতে উপজেলার মৌটুপি এলাকায় অবৈধ অস্ত্র উদ্ধারে যৌথ অভিযান পরিচালনা করা হয়।
বিষয়টি নিশ্চিত করেছেন তিতাস থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আরিফ হোসাইন।

তিনি জানান, ভোররাতে উপজেলার মৌটুপি এলাকায় অবৈধ অস্ত্র উদ্ধারে যৌথ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে ওই এলাকা থেকে ১টি পিস্তল, ২ রাউন্ড গুলি, ১টি দেশীয় অস্ত্র এবং ইয়াবা জব্দ করা হয়। উদ্ধারকৃত অস্ত্র, গুলি ও মাদক তিতাস থানায় হস্তান্তর করা হয়েছে।