শিরোনাম

শেরপুর, ২০ জানুয়ারি, ২০২৬ (বাসস) : সাবেক রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমানের জন্মবার্ষিকী উপলক্ষে শেরপুরে দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
গতকাল সোমবার সদর উপজেলার কামারেরচর ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের আয়োজনে এ দোয়া মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মো. মেরাজুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন থানা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক মো. সোহেল রানা নাদিম।
এ সময় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন জেলা মৎসজীবী দলের সাধারণ সম্পাদক মো. কামরুল হাসান, জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক মো. হিরা আহাম্মেদ, থানা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মো. নুর-ই-আলম মনি, ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মো. মনসুর ইসলাম মনির, ইউনিয়ন ছাত্রদলের সভাপতি ফয়সাল আহাম্মেদ নয়ন, সাধারণ সম্পাদক মারুফ হাসানসহ স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ
আলোচনা সভায় বক্তারা শহীদ জিয়াউর রহমানের দেশপ্রেম, বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠায় তাঁর ভূমিকা এবং জাতীয় রাজনীতিতে তাঁর অবদান তুলে ধরেন। পাশাপাশি শেরপুর-১ আসনের বিএনপি মনোনীত প্রার্থী ডা.সানসিলা জেবরিন প্রিয়াংকার পক্ষে ধানের শীষ প্রতীকের সমর্থনে নির্বাচনকে সামনে রেখে দলীয় সাংগঠনিক প্রস্তুতি, গণসংযোগ জোরদার এবং জনগণের ভোটাধিকার নিশ্চিত করার বিষয়ে আলোচনা করা হয়।