শিরোনাম

নওগাঁ, ১৯ জানুয়ারি ২০২৬ (বাসস): জেলার সাপাহার উপজেলায় আজ মহান স্বাধীনতার ঘোষক ও বাংলাদেশ জাতীয়তাবাদী দল- বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৯০তম জন্মবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ সোমবার বিকেল সাড়ে চারটায় সাপাহার উপজেলা বিএনপির দলীয় কার্যালয়ে এ কর্মসূচির আয়োজন করা হয়।
সভায় সভাপতিত্ব করেন সাপাহার উপজেলা বিএনপির সভাপতি আলহাজ্ব মোঃ রফিকুল ইসলাম চৌধুরী বেনু। অনুষ্ঠান সঞ্চালনা করেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সারোয়ার জাহান চৌধুরী লাবু।
এ সময় উপজেলা বিএনপির সাবেক সভাপতি আলহাজ্ব আব্দুন নূর, সাংগঠনিক সম্পাদক শফিকুল ইসলাম, যুগ্ম- সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান বাদল, দপ্তর সম্পাদক রবিউল ইসলাম চৌধুরী রবি, শ্রম বিষয়ক সম্পাদক সিরাজ বাবু, সদর ইউনিয়ন বিএনপির সভাপতি বাবলুর রহমান ও সাধারণ সম্পাদক আশরাফুল হক, উপজেলা যুবদলের যুগ্ম-আহ্বায়ক আকতার হোসেন ও মুরাদ শাহ্ চৌধুরী, উপজেলা ছাত্রদলের ভারপ্রাপ্ত আহ্বায়ক সোহেল রানা ও সদস্য সচিব হাসান আলী প্রমুখ উপস্থিত ছিলেন।
এ কর্মসূিচতে বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অংশগ্রহন করেন।
আলোচনাসভায় বক্তারা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের বর্ণাঢ্য রাজনৈতিক জীবন, মহান মুক্তিযুদ্ধে তাঁর অবদান এবং দেশের উন্নয়ন ও গণতন্ত্র প্রতিষ্ঠায় তাঁর গৌরবোজ্জ্বল ভূমিকার ওপর গুরুত্বারোপ করেন।
সভা শেষে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের রুহের মাগফেরাত কামনা এবং দেশ ও জাতির শান্তি ও সমৃদ্ধি কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করেন মাওলানা এমরান আলী।