বাসস
  ১৯ জানুয়ারি ২০২৬, ১৮:৫৯

বাংলাদেশকে ৩০ হাজার টন সার উপহার দিচ্ছে রাশিয়া

সোমবার রাজধানীর বার্ক অডিটোরিয়ামে কৃষি উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরীর সঙ্গে রাশিয়ান ফেডারেশনের রাষ্ট্রদূত আলেকজান্ডার জি. খোজিন। ছবি : সংগৃহীত

ঢাকা, ১৯ জানুয়ারি, ২০২৬ (বাসস): বিশ্ব খাদ্য কর্মসূচি (ডব্লিউএফপি)-এর আওতায় উপহার হিসেবে রাশিয়ান ফেডারেশন বাংলাদেশের কাছে ৩০ হাজার টন মিউরিয়েট অব পটাশ (এমওপি) সার হস্তান্তর করেছে।

আজ সোমবার এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, রাশিয়ার শীর্ষস্থানীয় সার উৎপাদনকারী প্রতিষ্ঠান উরালকেম বাংলাদেশকে এই সার উপহার হিসেবে প্রদান করছে।

এ উপলক্ষে রাজধানীর বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিল (বার্ক) অডিটোরিয়ামে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষি ও স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশে নিযুক্ত রাশিয়ান ফেডারেশনের রাষ্ট্রদূত আলেকজান্ডার জি. খোজিন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কৃষি মন্ত্রণালয়ের সচিব ড. মোহাম্মদ ইমদাদ উল্লাহ মিয়াঁ।

অনুষ্ঠানে কৃষি উপদেষ্টা বলেন, বর্তমান বৈশ্বিক প্রেক্ষাপটে খাদ্য ও সার সরবরাহ একটি বড় চ্যালেঞ্জ হিসেবে দেখা দিয়েছে। জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব, আন্তর্জাতিক বাজারের অস্থিরতা এবং বিভিন্ন বৈশ্বিক সংকটের প্রভাব কৃষি খাতে স্পষ্টভাবে প্রতিফলিত হচ্ছে।

তিনি উল্লেখ করেন, এমন পরিস্থিতিতে বৈশ্বিক সহযোগিতা ও অংশীদারিত্ব আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।

কৃষি উপদেষ্টা আরও বলেন, বর্তমানে ইউরিয়া ছাড়া অন্যান্য সারের ক্ষেত্রে বাংলাদেশ কৃষি উন্নয়ন করপোরেশন (বিএডিসি)-এর মজুত রয়েছে ১০ লাখ ৩৫ হাজার মেট্রিক টন, যা সংস্থাটির ১৯৬১ সালে প্রতিষ্ঠার পর থেকে সর্বোচ্চ মজুত।

তিনি বলেন, বর্তমান অন্তর্র্বর্তী সরকারের মেয়াদকালে কৃষি খাতে উল্লেখযোগ্য অগ্রগতি অর্জিত হয়েছে।