বাসস
  ১৯ জানুয়ারি ২০২৬, ১৮:৩৪

চট্টগ্রামে র‌্যাব-পুলিশের পৃথক অভিযানে ১ কোটি ৫৯ লাখ টাকার ইয়াবাসহ ৪ জন গ্রেফতার

ছবি : বাসস

চট্টগ্রাম, ১৯ জানুয়ারি ২০২৬ (বাসস) : চট্টগ্রামে র‌্যাব ও পুলিশের পৃথক অভিযানে ১ কোটি ৫৯ লাখ টাকা মূল্যের প্রায় ৮৫ হাজার পিস ইয়াবা ট্যাবলেটসহ চারজনকে গ্রেফতার করা হয়েছে। জেলার আনোয়ারা থানা এলাকা থেকে র‌্যাবের অভিযানে উদ্ধার ৩০ হাজার ৯২৫ পিস ইয়াবার মূল্য ৯৩ লাখ টাকা ও নগরীর বাকলিয়া থানা এলাকা থেকে উদ্ধার ৫৪ হাজার পিস ইয়াবার মূল্য দেড় কোটি টাকা বলে পুলিশ ও র‌্যাবের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।

র‌্যাব-৭ সহকারী পরিচালক (মিডিয়া) এ. আর. এম. মোজাফ্ফর হোসেন জানান, রে পিএবি সড়কের আনোয়ারা সরকারহাট তৈলারদ্বীপ এলাকায় অস্থায়ী চেকপোষ্ট স্থাপন করে একটি যাত্রীবাহী বাস তল্লাশিকালে কক্সবাজারের মহেশখালী উপজেলার শমসিদা (৩২) ও উখিয়া কুতুপালং ক্যাম্পের রোহিঙ্গা মো. তৈয়ব আলী (৪৫) এর কাছ থেকে ৩০ হাজার ৯২৫ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। ১৬টি বান্ডেলে ১৫০টি পলিজার প্যাকেটের ভিতরে বিশেষ কৌশলে রক্ষিত এসব ইয়াবার আনুমানিক মূল্য ৯৩ লাখ টাকা। পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণের জন্য গ্রেপ্তারদের আনোয়ারা থানায় হস্তান্তর করা হয়।

আনোয়ারা থানার ওসি মো. জুনায়েত চৌধুরী জানান, আটক দুজনকে ইয়াবাসহ থানায় হস্তান্তরের পর আইনানুগ প্রক্রিয়া শেষে আদালতে সোপর্দ করা হয়েছে।

এদিকে চট্টগ্রাম নগরের বাকলিয়ায় পৃথক অভিযানে ৫৪ হাজার পিস ইয়াবাসহ ২ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় দুটি যানবাহন জব্দ করা হয়।

সোমবার বাকলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সোলাইমান বিষয়টি নিশ্চিত করে বলেন, শনিবার রাত সাড়ে ১০টা থেকে রোববার রাত সাড়ে ১২টা পর্যন্ত থানার অভিযানিক দল প্রথম অভিযানে বাকলিয়া থানাধীন কল্পলোক আবাসিক এলাকার ২ নম্বর রোডের জি-ব্লকে বিসমিল্লাহ স্টোরের সামনে চার রাস্তার মোড় থেকে ৫০ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়। এ সময় টয়োটা গাড়িসহ একজনকে গ্রেফতার করা হয়। গাড়িটির রেজিস্ট্রেশন নম্বর ভোলা-শ-১১-০০২৩।

অপর অভিযানে নতুন ব্রিজ সংলগ্ন কেআরএস কনভেনশনের সামনে পাকা রাস্তার ওপর থেকে ৪ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। এ সময় একটি যাত্রীবাহী হানিফ পরিবহনের বাসসহ (ঢাকা মেট্রো-ব-১১-১৬৩১) আরও একজনকে গ্রেফতার করা হয়। গ্রেফতার আসামিদের বিরুদ্ধে পৃথক দুটি মামলা দায়ের করে আদালতে পাঠানো হয়েছে বলে তিনি জানান।