শিরোনাম

সুনামগঞ্জ, ১৯ জানুয়ারি ২০২৬ (বাসস): জেলার ছাতক উপজেলায় আজ প্রশাসনের উদ্যোগে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের প্রচারণা উপলক্ষে বর্ণাঢ্য র্যালি অনুষ্ঠিত হয়েছে।
আজ সোমবার সকালে র্যালিটি ছাতক পৌর শহর প্রদক্ষিণ করে উপজেলা পরিষদ চত্বরে এসে সংক্ষিপ্ত সভায় মিলিত হয়।
র্যালিতে ছাতক উপজেলা নির্বাহী কর্মকর্তা ডিপ্লোমেসি চাকমা, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মিলন মিয়া, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. নুসরাত আরিফিন, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা হানিফ আলী, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা শাহ আলম, উপজেলা সমাজসেবা কর্মকর্তা শাহ মোহাম্মদ শফিউর রহমান, উপজেলা সমবায় কর্মকর্তা কাজী মুহাম্মদ মহসিন মিয়া, দোলারবাজার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নুরুল হক, ছাতক সরকারি বহুমূখী মডেল উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মনিরুজ্জামান, ছাতক জালালিয়া কামিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা আব্দুল আহাদ, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সেক্রেটারি সাংবাদিক সাকির আমিন, শিক্ষক কামাল উদ্দিন, হেলালুল ইসলাম, অমরেশ সরকার সঞ্জু, জাহাঙ্গীর আলম, জয়দেব চন্দ্র দেবনাথ, জীতেন বর্মন, কমলেশ চক্রবর্তী অপু প্রমুখ উপস্থিত ছিলেন।