শিরোনাম

বগুড়া, ১৯ জানুয়ারি, ২০২৬ (বাসস): স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৯০তম জন্মবার্ষিকী উপলক্ষে বগুড়ায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
আজ সোমবার বাদ আছর বগুড়া বাইতুর রহমান সেন্ট্রাল মসজিদে এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। জেলা বিএনপির আয়োজনে অনুষ্ঠিত দোয়া মাহফিলে দলীয় নেতা-কর্মী, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ এবং সাধারণ মুসল্লীরা অংশ নেন।
দোয়া মাহফিলে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের রুহের মাগফিরাত কামনা এবং দেশ ও জাতির কল্যাণে বিশেষ মোনাজাত করা হয়।
দোয়া ও মোনাজাত পরিচালনা করেন বায়তুর রহমান সেন্ট্রাল মসজিদের খতিব মাওলানা মনোয়ার হোসেন। দোয়া ও মোনাজাত শেষে উপস্থিতদের মধ্যে তবারক বিতরণ করা হয়।
দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা ও বগুড়া পৌরসভার সাবেক মেয়র অ্যাডভোকেট এ কে এম মাহবুবর রহমান, সাবেক সংসদ সদস্য মো. হেলালুজ্জামান তালুকদার লালু, জেলা বিএনপির সভাপতি রেজাউল করিম বাদশা, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ভিপি সাইফুল ইসলাম, কাজী রফিক, আলী আজগর তালুকদার হেনা ও জয়নাল আবেদীন চান।
এছাড়া জেলা বিএনপির সহ-সভাপতি এম আর ইসলাম স্বাধীন, সাংগঠনিক সম্পাদক শহিদ উন নবী সালাম, কেএম খায়রুল বাশার, জেলা যুবদলের সাবেক আহ্বায়ক খাদেমুল ইসলাম খাদেম, সভাপতি জাহাঙ্গীর আলম, সাধারণ সম্পাদক আবু হাসান, জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি সরকার মুকুল, শহর যুবদলের সভাপতি আহসান হাবীব মমি, সাংগঠনিক সম্পাদক সৌরভ হাসান, জেলা ছাত্রদলের সভাপতি হাবিবুর রশিদ সন্ধান সরকার, সাধারণ সম্পাদক এম আর হাসান পলাশসহ জেলা ও অঙ্গসংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।