বাসস
  ১৮ জানুয়ারি ২০২৬, ১৯:৫৯

রাঙামাটিতে জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত

ছবি : বাসস

রাঙামাটি, ১৮ জানুয়ারি, ২০২৬ (বাসস) : জেলায় আজ পার্বত্য জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত হয়েছে। আজ রোববার সকাল সাড়ে ১১টায় জেলার সুখী নীলগঞ্জ পুলিশ লাইন্সে রাঙামাটি পার্বত্য জেলা পুলিশের এ সভা অনুষ্ঠিত হয়।

জেলা পুলিশ সুপার মুহম্মদ আব্দুর রকিবের সভাপতিত্বে ও অতিরিক্ত পুলিশ সুপার ( প্রশাসন ও অর্থ ) মো. ইকবাল হোছাইন-এর সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় সব পদমর্যাদার পুলিশ সদস্যরা নানাবিধ সমস্যা তুলে ধরেন।
পুলিশ সুপার বিভিন্ন ইউনিট থেকে আগত পুলিশ সদস্যদের সমস্যার কথা শুনে কিছু সমস্যার তাৎক্ষণিক সমাধান করেন। অন্যান্য সমস্যার দ্রুত সমাধানের জন্য সংশ্লিষ্টদের প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করেন।

কল্যাণ সভায় পুলিশ সুপার উপস্থিত অফিসার ও ফোর্সদের নৈতিক স্খলন রোধ, প্রশাসনিক বিষয়ে শৃঙ্খলা, দক্ষতা, কর্তৃপক্ষের আদেশ, নির্দেশ ও নিয়ন্ত্রণ, বুদ্ধিমত্তা, সুরক্ষা, নিরাপত্তা এবং সবার উপর অর্পিত দায়িত্ব পেশাদারিত্বের সঙ্গে যথাযথভাবে পালনসহ সার্বিক বিষয়ে প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন।

এ সময় পুলিশ সুপার বিগত মাসের ভালো কাজের স্বীকৃতি স্বরূপ অফিসার ও ফোর্সকে নগদ অর্থ পুরস্কার দেন। 

হেডকোয়ার্টার্স কর্তৃক পদ বিভাজনকৃত জেলায় বিদ্যমান পদোন্নতিযোগ্য প্রকৃত শূন্য পদের বিপরীতে কনস্টেবল হতে এএসআই (নিরস্ত্র) পদে ১২ জন পদোন্নতিপ্রাপ্ত পুলিশ সদস্যদের র‌্যাংক ব্যাজ পরিধান করিয়ে দেন।


সভায় রাঙামাটি জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাসহ সব পদমর্যাদার পুলিশ সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।  রোববার সন্ধ্যায় জেলা পুলিশের মিডিয়া সেল হতে এসব তথ্য প্রদান করা হয়।