বাসস
  ১৮ জানুয়ারি ২০২৬, ১৯:৫৪

গাজীপুরের শ্রীপুর স্টেশনে ‘ব্রহ্মপুত্র’ ট্রেনের যাত্রা বিরতি ও টিকেট বিক্রি শুরু

ছবি : সংগৃহীত

গাজীপুর, ১৮ জানুয়ারি, ২০২৬ (বাসস) : জেলার শ্রীপুর রেলওয়ে স্টেশনে আজ আন্তঃনগর ব্রহ্মপুত্র এক্সপ্রেস ট্রেনের যাত্রা বিরতিসহ টিকেট বিক্রি শুরু হয়েছে। 

এ উপলক্ষে শ্রীপুর পৌরসভার প্রধান সড়কে আনন্দ র‌্যালি এবং স্টেশন এলাকায় রোববার সকাল থেকে ব্যান্ড পার্টিসহ আনন্দ উল্লাস করেছেন শ্রীপুরের বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ।

আজ রোববার বেলা ১১টায় আন্তঃনগর ব্রহ্মপুত্র এক্সপ্রেস ট্রেন যাত্রা বিরতি বাস্তবায়ন কমিটির উদ্যোগে এসব আয়োজন করা হয়।

শ্রীপুরে ব্রহ্মপুত্র ট্রেন যাত্রা বিরতি বাস্তবায়ন কমিটির প্রধান সমন্বয়ক তপন কুমার বণিক জানান, আজ রোববার সকাল থেকে শ্রীপুর রেলস্টেশনে আনুষ্ঠানিকভাবে আন্তঃনগর ব্রহ্মপুত্র এক্সপ্রেস ট্রেনের টিকিট দেয়া শুরু হয়েছে। এতে এলাকাবাসীর মধ্যে স্বস্তি এসেছে। 

শ্রীপুর রেলওয়ে স্টেশন মাস্টার সাইদুর রহমান বলেন, আজ রোববার প্রথম আন্তঃনগর ব্রহ্মপুত্র এক্সপ্রেস ট্রেনটি যাত্রা বিরতির অনুমোদন পেয়েছে। সকাল ১০টা ৪০ মিনিটে ঢাকার উদ্দেশ্য ট্রেনটি শ্রীপুর স্টেশন ছেড়ে গেছে। আবার কমলাপুর স্টেশন থেকে সন্ধ্যা ৬টা ১৫ মিনিটে ছেড়ে রাত ৮টায় শ্রীপুর স্টেশন পৌঁছাবে। 

তিনি জানান, এ স্টেশন থেকে কমলাপুর স্টেশন পর্যন্ত ৭০ টাকা ভাড়া নির্ধারণ করেছে কর্তৃপক্ষ। নির্ধারিত সিটসহ ১০টি টিকেট অনুমোদন হয়েছে। প্রথমদিনে নির্ধারিত ১০টি টিকেটের বাইরে আরও ৬১টি স্ট্যান্ডিং টিকেটসহ মোট ৭১টি টিকেট বিক্রি হয়েছে।