শিরোনাম

খুলনা, ১৮ জানুয়ারি, ২০২৬ (বাসস) : খুলনা মহানগর বিএনপির সভাপতি এডভোকেট শফিকুল আলম মনা বলেছেন, ‘শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ছিলেন মহান স্বাধীনতার ঘোষক এবং আধুনিক বাংলাদেশের রূপকার ও বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তক।’
আজ রোববার দুপুরে দলীয় কার্যালয়ে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৯০তম জন্মবার্ষিকী উপলক্ষ্যে খুলনা মহানগর বিএনপির প্রস্তুতি সভায় সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
শফিকুল আলম মনা বলেন, ‘জিয়াউর রহমান শুধু একজন রাষ্ট্রনায়ক নন, বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তক হিসেবে বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে এক অবিস্মরণীয় অধ্যায় হয়ে আছেন। তাঁর আদর্শ, দেশপ্রেম ও দূরদর্শী নেতৃত্ব স্বাধীনতা-উত্তর বাংলাদেশের রাষ্ট্র পরিচালনা ও গণতান্ত্রিক প্রতিষ্ঠান পুনর্গঠনে সুদূরপ্রসারী প্রভাব রেখেছে।’
সভায় মহানগর বিএনপির সাধারণ সম্পাদক শফিকুল আলম তুহিন বলেন, ‘জিয়াউর রহমান কেবল রাষ্ট্র পরিচালনায় সীমাবদ্ধ ছিলেন না, তিনি স্বপ্ন দেখেছিলেন একটি আধুনিক, উন্নয়নমুখী, মুক্ত ও গণতান্ত্রিক বাংলাদেশের। তাঁর ঘোষিত ১৯ দফা কর্মসূচি ও বাস্তবভিত্তিক নীতি-নির্ধারণ দেশের অর্থনৈতিক ও সামাজিক কাঠামোয় নতুন দিগন্তের সূচনা করে।’
সভায় উপস্থিত ছিলেন বিএনপি নেতা হাফিজুর রহমান মনি, মোল্লা ফরিদ আহমেদ, আসাদুজ্জামান আসাদ, একরামুল কবীর মিল্টন, জামাল তালুকদার, বীর মুক্তিযোদ্ধা আলমগীর হোসেন, ইঞ্জিনিয়ার নুর ইসলাম বাচ্চু, আখতারুজ্জামান তালুকদার সজীব প্রমুখ।
সভায় সর্বসম্মতিক্রমে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৯০তম জন্মবার্ষিকী উপলক্ষ্যে আগামীকাল খুলনা প্রেসক্লাব ব্যাংকুয়েট হলে ‘স্বাধীনতা, সার্বভৌমত্ব ও গণতন্ত্র সুরক্ষায় শহীদ জিয়া’ শীর্ষক আলোচনা সভা আয়োজনের সিদ্ধান্ত গৃহীত হয়।