শিরোনাম

ঢাকা, ১৮ জানুয়ারি, ২০২৬ (বাসস) : ঢাকা ইউনিভার্সিটি বোটানি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ১০ম পুনর্মিলনী অনুষ্ঠান ও বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের উদ্ভিদবিজ্ঞান বিভাগে শনিবার এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জীববিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. মো. এনামুল হক।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য প্রদান করেন ঢাকা ইউনিভার্সিটি বোটানি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক অধ্যাপক ড. মো. আবুল বাসার। এতে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি ড. মো. আতাউর উদ্দিন।
অনুষ্ঠানে বিশিষ্ট উদ্ভিদবিজ্ঞানীদের সম্মাননা প্রদান করা হয়। এছাড়া কৃতী ছাত্র-ছাত্রীদের ড. মো. আতাউর উদ্দিন গোল্ড মেডেল এবং বৃত্তি প্রদান করা হয়।
প্রধান অতিথির বক্তব্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান বলেন, বিশ্ববিদ্যালয় কেবল একটি শিক্ষাপ্রতিষ্ঠান নয়; এটি একটি গুরুত্বপূর্ণ সামাজিক প্রতিষ্ঠান। সমাজকে সঙ্গে নিয়েই আমরা এগিয়ে যেতে চাই।
তিনি বলেন, উন্নয়ন ও অগ্রগতির ধারাকে টেকসই করতে সরকারের ওপর অতিরিক্ত নির্ভরতা কমাতে হবে। এ ক্ষেত্রে অ্যালামনাইদের সক্রিয় ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ।
উপাচার্য আরও বলেন, সকলের সম্মিলিত প্রয়াসে হাতে হাত রেখে সমাজের একটি শক্তিশালী প্রতিষ্ঠান হিসেবে ঢাকা বিশ্ববিদ্যালয়কে আরও এগিয়ে নিতে চাই।
বিভিন্ন ব্যাচের অ্যালামনাই সদস্য, শিক্ষক, গবেষক ও শিক্ষার্থীরা অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।
দিনব্যাপী এ আয়োজনে স্মৃতিচারণ, সাংস্কৃতিক অনুষ্ঠানসহ বিভিন্ন কর্মসূচি আয়োজন করা হয়।