বাসস
  ১৫ জানুয়ারি ২০২৬, ২২:০২

সিলেট জেলা পরিষদের উদ্যোগে ১৯ লাখ টাকার শিক্ষাবৃত্তি প্রদান 

সিলেট জেলা পরিষদের উদ্যোগে শিক্ষার্থীদের মধ্যে শিক্ষাবৃত্তি প্রদান করা হয়। ছবি: বাসস

সিলেট ১৫ জানুয়ারি ২০২৬ (বাসস): সিলেট জেলা পরিষদের উদ্যোগে ২৩৬ জন শিক্ষার্থীর মধ্যে ১৮ লক্ষ ৯৩ হাজার টাকার শিক্ষাবৃত্তি প্রদান করা হয়েছে। আজ বৃহস্পতিবার জেলা পরিষদ হলরুমে আয়োজিত এক অনুষ্ঠানের মাধ্যমে শিক্ষার্থীদেরকে এ বৃত্তি প্রদান করা হয়।

জেলা পরিষদের প্রশাসক ও অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক) আশরাফুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেটের বিভাগীয় কমিশনার খান মো. রেজা-উন-নবী।

প্রধান অতিথির বক্তব্যে খান মো. রেজা-উন-নবী বলেন, নতুন বাংলাদেশ বিনির্মাণে নীতি ও নৈতিকতা সমৃদ্ধ জনশক্তি গঠনের বিকল্প নেই। ছাত্র জনতার আন্দোলনের ফসল আজকের বাংলাদেশকে নতুন রূপে সাজাতে প্রয়োজন সৎ, দক্ষ এবং দেশপ্রেমিক নেতৃত্ব। ঐক্যবদ্ধ নেতৃত্ব আর দেশকে এগিয়ে নেওয়ার দৃঢ় স্পৃহা নিয়ে কাজ করতে হবে। সব ধরনের বৈষম্যকে পরিত্যাগ করার মাধ্যমে মানবিক মূল্যবোধ সম্পন্ন মানবিক মানুষ গড়ে তুলতে হবে। সব ধরনের অপতৎপরতা রোধে দেশপ্রেমিক জনগণকে সাথে নিয়ে যুব সমাজকে এগিয়ে আসতে হবে।

তিনি বলেন, আজকে যে সকল শিক্ষার্থী বৃত্তি পাচ্ছে, তারাও নিজেদেরকে সৎ, দক্ষ ও দেশপ্রেমিক  নাগরিক হিসেবে গড়ে তুলতে সচেষ্ট হবে। 

তিনি আসন্ন নির্বাচনকে সামনে রেখে সব ধরনের চক্রান্ত মোকাবিলায় দেশপ্রেমিক জনসাধারণকে সোচ্চার হওয়ার আহ্বান জানান। 

জেলা পরিষদের নির্বাহী কর্মকর্তা অনুপমা দাসের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সিলেট জেলা প্রশাসক মো. সারওয়ার আলম, সিলেট সরকারি মহিলা কলেজের সাবেক অধ্যক্ষ অধ্যাপক মো. হায়াতুল ইসলাম আখনিজ, সিলেট প্রেসক্লাবের সভাপতি মুকতাবিস-উন-নুর।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা সন্দ্বীপ কুমার সিংহ এবং বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের পক্ষ থেকে বক্তব্য দেন ফারজানা খানম সুমাইয়া, রহমত আলী।