বাসস
  ১৫ জানুয়ারি ২০২৬, ২১:৩৮

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা আগামীকাল, অংশ নিচ্ছে ২,৭২,৬২৬ শিক্ষার্থী  

ফাইল ছবি

রাজশাহী, ১৫ জানুয়ারি, ২০২৬(বাসস): আগামীকাল শুক্রবার থেকে শুরু হচ্ছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) ২০২৫-২৬ শিক্ষাবর্ষে প্রথম বর্ষ অনার্স কোর্সে ভর্তি পরীক্ষা। 

এবছর ৪,০১৭টি আসনের বিপরীতে মোট ২,৭২,৬২৬ শিক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করবে। এতে গড়ে প্রতি আসনের জন্য প্রতিদ্বন্দ্বিতা করবে ৬৭ জন শিক্ষার্থী।

আজ দুপুরে বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়। সংবাদ সম্মেলনে তিন দিনের ভর্তি পরীক্ষার বিস্তারিত তুলে ধরেন রাবির উপ-উপাচার্য প্রফেসর মঈন উদ্দিন।

তিনি জানান, আগামীকাল শুক্রবার ‘সি’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। শনিবার ‘এ’ ইউনিটের পরীক্ষা দুই শিফটে- সকাল ১১টা থেকে দুপুর ১২টা এবং বিকেল ৩টা থেকে ৪টা পর্যন্ত অনুষ্ঠিত হবে। আর ‘বি’ ইউনিটের পরীক্ষা অনুষ্ঠিত হবে আগামী ২৪ জানুয়ারি সকাল ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত।

প্রফেসর মঈন উদ্দিন আরও জানান, শিক্ষার্থী ও অভিভাবকদের সুবিধার্থে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের পাশাপাশি ঢাকা, চট্টগ্রাম, খুলনা, রংপুর ও বরিশালেও পরীক্ষা অনুষ্ঠিত হবে।

এক ঘণ্টার এই পরীক্ষা বহুনির্বাচনী প্রশ্নপত্র (এমসিকিউ) পদ্ধতিতে অনুষ্ঠিত হবে। পরীক্ষার্থীদের পরীক্ষা শুরুর অন্তত ৩০ মিনিট আগে নিজ নিজ কক্ষে প্রবেশের জন্য অনুরোধ জানানো হয়েছে।