শিরোনাম

ঢাকা, ১৫ জানুয়ারী, ২০২৬ (বাসস) : অন্তর্র্বর্তীকালীন সরকার বিমান বাংলাদেশ এয়ারলাইন্স লিমিটেডের পরিচালনা পর্ষদে প্রশাসনের তিনজন গুরুত্বপূর্ণ কর্মকর্তাকে নিয়োগ দিয়েছে।
নতুন নিয়োগপ্রাপ্তরা হলেন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ড. খলিলুর রহমান, প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ফয়েজ আহমেদ তৈয়্যব এবং নির্বাচন কমিশন সচিবালয়ের সিনিয়র সচিব আখতার আহমেদ।
বুধবার বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় এ বিষয়ে একটি গেজেট বিজ্ঞপ্তি জারি করেছে।
রাষ্ট্রপতির নির্দেশে জারি করা এবং মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব মিসেস শাকিলা পারভীন স্বাক্ষরিত আদেশে বলা হয়েছে যে, বাংলাদেশ বিমান আইন, ২০২৩ এর ধারা ৩০(খ) এর অধীনে এই নিয়োগ করা হয়েছে।
বিজ্ঞপ্তি অনুসারে, "জনস্বার্থে" এই আদেশ অবিলম্বে কার্যকর হবে।