বাসস
  ১৫ জানুয়ারি ২০২৬, ২০:০৩

সিলেট জেলা আইনজীবী সমিতির নির্বাচন এক মাস পর ১৫ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে

সিলেট, ১৫ জানুয়ারি, ২০২৬ (বাসস): সিলেট জেলা আইনজীবী সমিতির নির্বাচন এক মাস পিছিয়ে গেছে। নতুন তারিখ অনুযায়ী আগামী ১৫ ফেব্রুয়ারি এ নির্বাচন অনুষ্ঠিত হবে। 

আজ ১৫ জানুয়ারি বৃহস্পতিবার নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা ছিলো। সমিতির ২৪টি পদের বিপরীতে ৫৮ জন প্রার্থীর মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছিলো। নির্বাচনে মোট ভোটার সংখ্যা ১ হাজার ৬৬৫ জন। বৃহস্পতিবার ভোটগ্রহণের জন্য সকল প্রস্তুতি সম্পন্ন করেছিলো নির্বাচন কমিশন।

সমিতির এক জরুরি সভায় নির্বাচনের তারিখ পরিবর্তনের সিদ্ধান্ত নেয়া হয়েছে। গত বুধবার ২ নম্বর হলে সমিতির সভাপতি এডভোকেট সরওয়ার আহমদ চৌধুরী (আবদাল)-এর সভাপতিত্বে সমিতির সাধারণ সম্পাদক মোঃ জোবায়ের বখ্ত জুবের এডভোকেট-এর নির্দেশনায় অনুষ্ঠিত সভাটি যৌথভাবে সঞ্চালনা করেন সমিতির যুগ্ম সম্পাদক-১ মোঃ অহিদুর রহমান চৌধুরী এডভোকেট ও যুগ্ম সম্পাদক-২ মোঃ রব নেওয়াজ রানা এডভোকেট।

সভায় আলোচনায় অংশ নেন সমিতির সাবেক সভাপতি এডভোকেট এমাদ উল্লাহ শহিদুল ইসলাম, এ.কে.এম. শমিউল আলম, এ.টি.এম. ফয়েজ উদ্দিন ও অশোক পুরকায়স্থ এবং সাবেক সাধারণ সম্পাদক হোসেন আহমদ ও সিলেট জেলা ও দায়রা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর, কার্যনির্বাহী কমিটির সদস্য আশিক উদ্দিন আশুকসহ সিনিয়র নেতৃবৃন্দ।

সভায় আগামী ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হওয়ার তারিখ পূর্ব নির্ধারিত থাকায় সিলেট জেলা আইনজীবী সমিতির বার্ষিক নির্বাচন আগামী ১৫ ফেব্রুয়ারি আয়োজনের সিদ্ধান্ত নেয়া হয়েছে। সিদ্ধান্ত অনুযায়ী বার্ষিক সাধারণ সভা আগামী ২১ জানুয়ারির পরিবর্তে ১৭ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে এবং বর্তমান কার্যনির্বাহী কমিটির মেয়াদকাল আগামী ১৭ ফেব্রুয়ারি পর্যন্ত বহাল থাকবে।