শিরোনাম

খুলনা, ১৩ জানুয়ারি, ২০২৬ (বাসস) : খুলনায় সাবেক প্রধানমন্ত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় দোয়া মাহফিল এবং মন্দিরে প্রার্থনা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
সদর থানার ৩১ নম্বর ওয়ার্ড যুবদলের আয়োজনে গতকাল সোমবার (১২ জানুয়ারি) বাদ আসর দোয়া মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এদিকে বাদ মাগরিব বানরগাতি বানিয়াখামার সর্বজনীন মন্দির কমিটির আয়োজনে প্রার্থনা ও আলোচনা সভার আয়োজন করা হয়।
অনুষ্ঠান দ’ুটিতে প্রধান অতিথি ছিলেন আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে খুলনা-২ আসনের বিএনপি মনোনীত প্রার্থী নজরুল ইসলাম মঞ্জু।
৩১ নম্বর ওয়ার্ড যুবদল নেতা ইয়াকুব পাটোয়ারীর সভাপতিত্বে এবং যুবদল নেতা নাজমুল হাসান নাসিমের পরিচালনায় এ দোয়া মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এ সময় প্রধান অতিথির বক্তব্যে নজরুল ইসলাম মঞ্জু বলেন, ভোটাধিকার ও গণতন্ত্রের প্রশ্নে খালেদা জিয়ার দৃঢ়চিত্ত ভূমিকা স্বৈরতন্ত্র ও ফ্যাসিবাদ বিরোধী লড়াইয়ে দেশের জনগণকে সাহস জুগিয়েছে এবং অনুপ্রাণিত করেছে। আগামীতে যাঁরা গণতন্ত্র ও অধিকারের জন্য লড়াই করবেন, খালেদা জিয়া তাঁদের কাছেও সাহসের বাতিঘর হিসেবে থেকে যাবেন। যে গণতন্ত্র দেশনেত্রী খালেদা জিয়া লালন করেছেন আজকে সেই গণতন্ত্র সাথে নিয়ে এসেছে তারেক রহমান।
অপরদিকে, বানরগাতি বানিয়াখামার সর্বজনীন মন্দির কমিটির আয়োজনে অনুষ্ঠিত প্রার্থনা ও সভায় সভাপতিত্ব করেন রামচন্দ্র পোদ্দার।
দিলিপ মন্ডল ও মফিকুল ইসলাম নিপুর পরিচালনায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তব্যে নজরুল ইসলাম মঞ্জু বলেন, দেশের ১৮ কোটি মানুষের হাতে থাকবে দেশের মালিকানা। দলের চেয়ারম্যান তারেক জিয়ার ৩১ দফার ভিত্তিত্বে সাম্প্রদায়িক সম্প্রীতির বাংলাদেশ গড়ে তোলা হবে। বিএনপি সকল ধর্মের সম্প্রীতিতে বিশ্বাসী একটি রাজনৈতিক দল। দেশের জুলাই আন্দোলনে শহীদদের পাশাপাশি শহীদ শরিফ ওসমান হাদির প্রতি গভীর শ্রদ্ধা এবং তাদের স্বপ্ন বাস্তবায়নে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে।
এ সময় উপস্থিত ছিলেন তরিকুল ইসলাম জহির, অধ্যাপক আরিফুজ্জামান অপু, আসাদুজ্জামান মুরাদ, নজরুল ইসলাম বাবু, আনোয়ার হোসেন,অভিজাত বালা প্রমুখ।