বাসস
  ১৩ জানুয়ারি ২০২৬, ১৫:০৩

বগুড়ায় অবৈধ সিগারেট কারখানার সন্ধান, জব্দ ১০ কোটি টাকার সরঞ্জাম

বগুড়ার শিবগঞ্জে সেনাবাহিনীর অভিযানে একটি অবৈধ সিগারেট কারখানার সন্ধান পাওয়া গেছে।  ছবি : বাসস

বগুড়া, ১৩ জানুয়ারি, ২০২৬ (বাসস) : বগুড়ার শিবগঞ্জে সেনাবাহিনীর অভিযানে একটি অবৈধ সিগারেট কারখানার সন্ধান পাওয়া গেছে। 

গতকাল সোমবার দিবাগত রাত দুইটা থেকে আজ মঙ্গলবার সকাল ১০টা পর্যন্ত উপজেলার খয়রাপুকুর এলাকায় এই অভিযান পরিচালনা করা হয়।

অভিযানে প্রায় ১০ কোটি টাকা মূল্যের কারখানার সরঞ্জাম, ১৫ লাখ টাকার অবৈধ ব্যান্ড রোল এবং প্রায় ১০ লাখ টাকার তামাক জব্দ করা হয়েছে। এ সময় কারখানায় কর্মরত পাঁচ শ্রমিককে আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালত কারখানাটি সিলগালা করে দুই লাখ টাকা জরিমানা করেন।

সেনাবাহিনী ও প্রশাসন সূত্রে জানা গেছে, একটি ব্র্যান্ডের নামে আবেদন করে ওই কারখানায় ১২ থেকে ১৪ ধরনের নকল সিগারেট তৈরি করা হচ্ছিল। গোপন সংবাদের ভিত্তিতে সেনাবাহিনীর বগুড়া সদর ক্যাম্পের ক্যাপ্টেন জানে আলম সাদিফ ও লেফটেন্যান্ট আল ফাহাদের নেতৃত্বে সদস্যরা কারখানায় তল্লাশি চালান। এ সময় বিপুল পরিমাণ অবৈধ ব্যান্ড রোল ও অনুমোদনহীন সিগারেট উদ্ধার করা হয়।

আজ সকাল ১০টার দিকে শিবগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জিয়াউর রহমানের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত বসে। আদালত অবৈধ কারখানার সব সরঞ্জাম জব্দ এবং কারখানাটি সিলগালা করার পাশাপাশি দুই লাখ টাকা জরিমানা করেন।

তথ্য নিশ্চিত করে উপজেলা নির্বাহী কর্মকর্তা জিয়াউর রহমান বলেন, কারখানা কর্তৃপক্ষ একটি ব্র্যান্ডের অনুমোদন নিয়ে বিভিন্ন নামে নকল সিগারেট উৎপাদন করছিল। আইন অনুযায়ী কারখানাটি সিলগালা করা হয়েছে। বিষয়টি নিয়ে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের সঙ্গে কথা বলে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।