বাসস
  ১৩ জানুয়ারি ২০২৬, ১৫:০০

বাগেরহাটে গণভোট ও জাতীয় সংসদ নির্বাচনের ক্যাম্পেইন 

বাগেরহাট জেলার চিতলমারী উপজেলার গণভোট ও জাতীয় সংসদ নির্বাচন ২০২৬ উপলক্ষে দেশের চাবি আপনার হাতে ক্যাম্পেইন শুরু। ছবি: বাসস

বাগেরহাট, ১৩ জানুয়ারি, ২০২৬ (বাসস) : জেলার চিতলমারী উপজেলার গণভোট ও জাতীয় সংসদ নির্বাচন ২০২৬ উপলক্ষে দেশের চাবি আপনার হাতে ক্যাম্পেইন শুরু হয়েছে।

আজ মঙ্গলবার দুপুর ১২টায় উপজেলা সমাজসেবা অফিস চত্বরে এ ক্যাম্পেইন ও লিফলেট বিতরণ করা হয়েছে।

এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা  মো. সাজ্জাদ হোসেন আগামী ১২ফেব্রুয়ারি  জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট সামনে রেখে  ‘হ্যা’ ভোট দিতে প্রচারনা চালান। তিনি বলেন,মনে রাখবেন পরিবর্তনের চাবি এবার আপনারই হাতে, এ সম্পর্কে বিস্তারিত আলোচনা করেন উপস্থিত সকলের সঙ্গে।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাচন  অফিসার মো. রুমান হুসাইন (ভারপ্রাপ্ত),  উপজেলা নারী বিষয়ক কর্মকর্তা মো. হাফিজুর রহমান, উপজেলা সমাজসেবা অফিসার রঞ্জন হালদার (ভারপ্রাপ্ত)সহ আরও অনেকে।

এর আগে সকাল সাড়ে  ১০টায় উপজেলার শিবপুর ইউনিয়ন পরিষদ পিছনে হায়দার ফকির বাড়িতে নারী বিষয়ক অধিদপ্তরের আয়োজনে মা ও শিশুর পুষ্টি এবং শিশুর বিকাশ বিষয়ক প্রশিক্ষণে  উঠান বৈঠকে নারীদের উপস্থিতিতে নির্বাচনী লিফলেট বিতরণ ও আলোচনা অংশ নেন উপজেলা নারী বিষয়ক কর্মকর্তা মো. হাফিজুর রহমানসহ সাংবাদিকবৃন্দ।