বাসস
  ১৩ জানুয়ারি ২০২৬, ১৪:৫৬

বরিশাল জেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা 

বরিশাল জেলা আইনশৃঙ্খলা কমিটির আজ মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মোহাম্মদ খায়রুল আলম সুমন। ছবি : বাসস

বরিশাল, ১৩ জানুয়ারি, ২০২৬ (বাসস) : বরিশাল জেলা আইনশৃঙ্খলা কমিটির আজ মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার বেলা ১১টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মোহাম্মদ খায়রুল আলম সুমন।

সভায় জেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি, অপরাধ প্রবণতা, মাদক নিয়ন্ত্রণ, যানজট নিরসন ও আসন্ন জাতীয় নির্বাচনের গুরুত্বপূর্ণ কর্মসূচি ঘিরে নিরাপত্তা ব্যবস্থা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন পুলিশ সুপার ফারজানা ইসলাম, বরিশাল প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি হুমায়ুন কবিরসহ জেলা প্রশাসন, পুলিশ, মহানগর ও বিভিন্ন দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

সভায় আইনশৃঙ্খলা বাহিনীর কর্মকর্তারা জানান, অপরাধ নিয়ন্ত্রণে নিয়মিত টহল, বিশেষ অভিযান ও গোয়েন্দা নজরদারি জোরদার করা হয়েছে। জেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ তৎপর রয়েছে বলেও তারা দাবি করেন।

সচেতন মহল মনে করছেন, অপরাধ নিয়ন্ত্রণে পুলিশের পাশাপাশি সামাজিক সচেতনতা ও স্থানীয় প্রশাসনের সমন্বিত উদ্যোগ আরও জোরদার করা প্রয়োজন।