শিরোনাম

খুলনা, ১৩ জানুয়ারি, ২০২৬ (বাসস) : জেলার ফুলতলা উপজেলার পল্লী থেকে ইয়াবাসহ ওয়াহিদুল মহলদার (৪০) নামে এক শীর্ষ মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
গতকাল সোমবার রাতে ফুলতলা থানা পুলিশ বিশেষ অভিযান চালিয়ে স্থানীয় গাড়াখোলা গ্রামের একটি মৎস্য ঘেরের সামনে থেকে তাকে গ্রেপ্তার করে। এ সময় তার কাছ থেকে ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
গ্রেপ্তারকৃত ওয়াহিদুল মহলদার উপজেলার গাড়াখোলা গ্রামের শওতক মহলদারের ছেলে।
পুলিশ জানায়, গ্রেপ্তারকৃত ওয়াহিদুল মহলদার পেশাদার মাদক ব্যবসায়ী। তিনি তার অন্যান্য সহযোগীদের সহায়তায় বিভিন্ন স্থান থেকে ইয়াবাসহ মাদকদ্রব্য সংগ্রহ করে বিক্রির উদ্দেশ্যে নিজের হেফাজতে সংরক্ষণ করতেন। পরে সুবিধাজনক সময়ে সেগুলো বিক্রি করতেন। এ ঘটনায় ফুলতলা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ এর সংশ্লিষ্ট ধারায় একটি মামলা দায়ের করা হয়েছে।
ওয়াহিদুলের বিরুদ্ধে মাদকের একাধিক মামলা রয়েছে-উল্লেখ করে ফুলতলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তফা কামাল বলেন, সে থানার তালিকাভুক্ত মাদক কারবারি। আজ মঙ্গলবার তাকে আদালতে পাঠানো হয়েছে।