শিরোনাম

কুষ্টিয়া, ১৩ জানুয়ারি, ২০২৬ (বাসস) : কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার চরচিলমারী সীমান্ত এলাকায় বিশেষ অভিযান চালিয়ে বিদেশি পিস্তল ও গোলাবারুদ উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (৪৭ বিজিবি)।
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে সীমান্তে নিরাপত্তা জোরদারের অংশ হিসেবে গতকাল সোমবার এই অভিযান পরিচালনা করা হয়।
বিজিবি সূত্র জানায়, দেশের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ এবং নির্বাচনকেন্দ্রিক যেকোনো অপ্রীতিকর ঘটনা প্রতিরোধে কুষ্টিয়া ব্যাটালিয়নের দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় বিশেষ টহল, অতিরিক্ত চেকপোস্ট স্থাপন ও গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করা হয়েছে। এরই ধারাবাহিকতায় সোমবার কুষ্টিয়া ও মেহেরপুর সীমান্তের বিভিন্ন স্থানে অস্থায়ী চেকপোস্ট বসিয়ে তল্লাশি কার্যক্রম চালানো হয়।
তল্লাশির একপর্যায়ে গোয়েন্দা সূত্রে জানা যায়, সীমান্ত থেকে প্রায় ১০ গজ বাংলাদেশের অভ্যন্তরে কুষ্টিয়ার চরচিলমারী এলাকার আতারপাড়া মাঠ দিয়ে চোরাচালানকৃত বিদেশি অস্ত্র দেশে প্রবেশ করানো হতে পারে। প্রাপ্ত তথ্যের ভিত্তিতে বিজিবি কৌশলগত পরিকল্পনা গ্রহণ করে ওই এলাকায় অভিযান চালায়।
অভিযানে আতারপাড়া মাঠে পরিত্যক্ত অবস্থায় মাটির নিচে পুঁতে রাখা বস্তার ভেতর থেকে কালো কসটেপে মোড়ানো ২টি বিদেশি পিস্তল, ৪টি ম্যাগাজিন ও ৮ রাউন্ড গুলি উদ্ধার করা হয়।
বিজিবি আরও জানায়, এর আগেও গত ১ জানুয়ারি কুষ্টিয়া ব্যাটালিয়ন (৪৭ বিজিবি) পরিচালিত পৃথক অভিযানে একই সীমান্ত এলাকা থেকে ২টি বিদেশি পিস্তল ও ৪টি ম্যাগাজিন জব্দ করা হয়েছিল।
উদ্ধারকৃত মালামাল আইনগত প্রক্রিয়া শেষে দৌলতপুর থানায় হস্তান্তরের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। ভবিষ্যতেও বিজিবির এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।