বাসস
  ১৩ জানুয়ারি ২০২৬, ১৪:১৫

ফটিকছড়িতে র‌্যাবের অভিযানে চাঁদাবাজ গ্রেপ্তার

চট্টগ্রামে ফটিকছড়িতে অভিযান চালিয়ে মো. মনছুর (৪০) নামের এক চাঁদাবাজকে গ্রেপ্তার করেছে র‌্যাব। ছবি : বাসস

চট্টগ্রাম উত্তর (ফটিকছড়ি), ১৩ জানুয়ারি, ২০২৬ (বাসস) : চট্টগ্রামে ফটিকছড়িতে অভিযান চালিয়ে মো. মনছুর (৪০) নামের এক চাঁদাবাজকে গ্রেপ্তার করেছে র‌্যাব।

গতকাল সোমবার রাতে ১৩ নম্ব লেলাং ইউনিয়নের মাইজভান্ডার বিনাঝুরি এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। 

গ্রেপ্তার মনছুর ফটিকছড়ি থানার মাইজভান্ডার আমতলী এলাকার আব্দুস সাত্তারের ছেলে।

আজ মঙ্গলবার গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে র‌্যাব-৭, চট্টগ্রাম পক্ষ থেকে এ তথ্য নিশ্চিত করা হয়।

র‌্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব জানতে পারে কতিপয় চাঁদাবাজ উপজেলার মাইজভান্ডার বিনাঝুরি মোড় এলাকায় রাতে চলাচল যানবাহন থেকে চাঁদাবাজি করে আসছিল। উক্ত তথ্যের ভিত্তিতে সোমবার রাতে র‌্যাবের একটি আভিযানিক দল ঘটনাস্থলে অভিযান পরিচালনা করে। এ সময় র‌্যাবের উপস্থিতি টের পেয়ে পালানোর সময় অভিযুক্ত মনছুরকে গ্রেপ্তার করা হয়। এ সময় ইব্রাহিম নামের তার এক সহযোগী পালিয়ে যায়।

মনছুর এর কাছ থেকে চাঁদাবাজি করার ৭টি টোকেন ও চাঁদাবাজির ১ হাজার ৭৫০ টাকা জব্দ করা হয়। পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য তাকে ফটিকছড়ি থান পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।