শিরোনাম

রাঙ্গামাটি, ১৩ জানুয়ারি, ২০২৬ (বাসস) : জেলায় আজ সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন মরহুমা বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
জেলার বৃহত্তর মৎস্য ব্যবসায়ী ও রাঙ্গামাটি জেলা মৎস্য ব্যবসায়ী সমবায় সমিতি লি. এর যৌথ আয়োজনে মঙ্গলবার সকাল ১১টায় জেলা মৎস্য কর্মকার্তার কার্যালয় প্রাঙ্গণে এ দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়।
দোয়া মাহফিলে প্রধান অতিথি ছিলেন রাঙ্গামাটি ২৯৯ নং সংসদীয় আসনের বিএনপি মনোনীত প্রার্থী ও বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ ধর্মবিষয়ক সম্পাদক দীপেন দেওয়ান।
জেলা মৎস্য ব্যবসায়ী সমবায় সমিতি লি. এর সভাপতি মোহাম্মদ আব্দুস শুক্কুর এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন, জেলা বিএনপির সহ সভাপতি ও জেলা আইনজীবী ফোরামের সভাপতি এ্যাডভোকেট সাইফুল ইসলাম পনির, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক সাইফুল ইসলাম শাকিল, জেলা বিএনপির সহ সভাপতি নিজাম উদ্দিন, জেলা যুবদলের সভাপতি নুরন্নবী, সাধারণ সম্পাদক আবু সাদাৎ মোহাম্মদ সায়েম, জেলা বিএনপির মৎস্য বিষয়ক সম্পাদক ও জেলা মৎস্যজীবী দলের আহ্বায়ক নুরুল কবীর বাচা, জেলা মৎস্য ব্যবসায়ী সমবায় সমিতির সাধারণ সম্পাদক মাহফুজ আলমসহ বৃহত্তর মৎস্য ব্যবসায়ী ও রাঙ্গামাটি মৎস্য ব্যবসায়ী সমিতির বিভিন্ন স্থরের নেতৃবৃন্দ এবং মৎস্য শ্রমজীবী সাধারণ শ্রমিকরা।