বাসস
  ১৩ জানুয়ারি ২০২৬, ১৩:২১
আপডেট : ১৩ জানুয়ারি ২০২৬, ১৩:৩৫

নাটোরে মা ও শিশু সহায়তা কর্মসূচী বাস্তবায়নে কর্মশালা

সুস্থ্য ও মেধাবী জাতি গঠনে মা ও শিশুর পুষ্টি নিশ্চিত করতে জেলায় মা ও শিশু সহায়তা কর্মসূচী বাস্তবায়নের কৌশল নিয়ে কর্মশালায় সভাপতিত্ব করেন স্থানীয় সরকার বিভাগের উপ পরিচালক ও নাটোর পৌরসভার প্রশাসক এস. এইচ. এম মাগ্ফুরুল হাসান আব্বাসী। ছবি : বাসস

নাটোর, ১৩ জানুয়ারি, ২০২৬ (বাসস) : সুস্থ্য ও মেধাবী জাতি গঠনে মা ও শিশুর পুষ্টি নিশ্চিত করতে জেলায় মা ও শিশু সহায়তা  কর্মসূচী বাস্তবায়নের কৌশল নিয়ে কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। 

আজ মঙ্গলবার বেলা সাড়ে ১১টায় নাটোর পৌরসভার সম্মেলন কক্ষে আয়োজিত কর্মশালায় সভাপতিত্ব করেন স্থানীয় সরকার বিভাগের উপ পরিচালক ও নাটোর পৌরসভার প্রশাসক এস. এইচ. এম মাগ্ফুরুল হাসান আব্বাসী।

সভাপতির বক্তব্যে স্থানীয় সরকার বিভাগের উপ পরিচালক বলেন, মা ও শিশু সহায়তা কর্মসূচী বাস্তবায়নের মাধ্যমে মা ও শিশুর পুষ্টি চাহিদার অনেকটাই পূরণ করা সম্ভব। এরফলে শিশুর বুদ্ধিবৃত্তিক বিকাশের মাধ্যমে দেশের মানবসম্পদে পরিণত হওয়ার সুযোগ থাকে। 

কর্মশালায় স্বাগত বক্তব্যে নারী ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের উপ পরিচালক নীলা হাফিয়া জানান, মা ও শিশু সহায়তা  কর্মসূচীর আওতায় নাটোর পৌরসভা এলাকায় ২০ থেকে ৩৫ বছর বয়সী গর্ভবতী মা গর্ভ ধারণের চার থেকে ছয় মাসের মধ্যে আবেদন করা থেকে পরবর্ত্তী ৩৬ মাস পর্যন্ত মাসে ৮০০ টাকা করে ভাতা প্রদান করা হচ্ছে। 

নাটোর পৌরসভায় বর্তমানে ১৪ হাজার উপকারভোগী এই ভাতা পাচ্ছেন। প্রতিমাসে নতুন করে ৬৩ জন দুস্থ গর্ভবতী মায়েদের তালিকাভূক্ত হওয়ার সুযোগ রয়েছে। 

কর্মশালায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জেলা সিভিল সার্জন ডা. মোহাম্মদ মুক্তাদির আরেফীন, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের জেলা কার্যালয়ের উপ পরিচালক মো. হাবিবুল ইসলাম খান, স্থানীয় সরকার প্রকৌশল বিভাগের নির্বাহী প্রকৌশলী মো. ইকবাল হোসেন, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো. আব্দুল হান্নান, নাটোর প্রেসক্লাবের সাবেক সভাপতি ফারাজী আহম্মদ রফিক বাবন প্রমুখ।