বাসস
  ১৩ জানুয়ারি ২০২৬, ১৩:১২

হাবিপ্রবিতে ভর্তি পরীক্ষায় এক আসনের বিপরীতে লড়বেন ৫২ জন 

দিনাজপুর হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়। ফাইল ছবি

দিনাজপুর, ১৩ জানুয়ারি, ২০২৬ (বাসস) : দিনাজপুর হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (হাবিপ্রবি) ২০২৫-২৬ শিক্ষাবর্ষের স্নাতক প্রথম বর্ষ (সম্মান) ভর্তি পরীক্ষার আবেদন প্রক্রিয়া শেষ হয়েছে। চলতি বছর বিশ্ববিদ্যালয়ের ৪টি ইউনিটে মোট ৯৪ হাজার ৩৭৫টি আবেদন জমা পড়েছে। বিপরীতে মোট আসন সংখ্যা এক হাজার ৭৯৫টি হওয়ায় গড়ে এক আসনের বিপরীতে ৫২ জন ভর্তিচ্ছু শিক্ষার্থী ভর্তি প্রতিযোগিতায় লড়বেন।

আজ মঙ্গলবার দুপুরে হাবিপ্রবির জনসংযোগ বিভাগের পরিচালক মো. খাদেমুল ইসলাম এই তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, বিশ্ববিদ্যালয়ের আইসিটি সেন্টার থেকে এ তথ্য তাকে নিশ্চিত করা হয়েছে।

আইসিটি সেন্টার সূত্র জানায়, গত বছর ১৬ নভেম্বর বিকেল ৪টা থেকে হাবিপ্রবির ভর্তি পরীক্ষার আবেদন প্রক্রিয়া শুরু হয় এবং আবেদন গ্রহণ করা হয় ২৪ ডিসেম্বর রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত।

চলতি শিক্ষাবর্ষে ৪টি ইউনিটে মোট ৯৪ হাজার ৩৭৫টি আবেদনের মধ্যে ‘এ’ ইউনিটে আবেদন করেছেন ৩০ হাজার ২৭৫ জন। এই ইউনিটে ৫৩৫টি আসনের বিপরীতে প্রতি আসনে প্রতিযোগিতা করছেন প্রায় ৫৬ জন পরীক্ষার্থী। ‘বি’ ইউনিটে মোট আবেদন পড়েছে ২৬ হাজার ৮১২টি, যেখানে ৭৪০টি আসনের বিপরীতে প্রতিযোগী সংখ্যা দাঁড়িয়েছে প্রায় ৩৭ জন। শাখা ভিত্তিক ‘বি’ ইউনিটের আর্কিটেকচার বিভাগে ৩০টি আসনের বিপরীতে প্রতি আসনে লড়ছেন ৪১ জন ভর্তিচ্ছু।

অন্যদিকে ‘সি’ ইউনিটে মোট আবেদন জমা পড়েছে ৯ হাজার ১৯১টি। এই ইউনিটে ২৮০টি আসনের বিপরীতে প্রতিযোগিতা করছেন ৩২ জন পরীক্ষার্থী। শাখা ভিত্তিক হিসাবে বিজ্ঞান ও অ-বিজ্ঞান উভয় শাখায় প্রতি আসনের বিপরীতে লড়ছেন প্রায় ৪৩ জন ভর্তিচ্ছু।

এ ছাড়া ‘ডি’ ইউনিটে মোট আবেদন পড়েছে ২৭ হাজার ৯৭টি। এই ইউনিটে ২৪০টি আসনের বিপরীতে প্রতি আসনে প্রতিযোগিতা করছেন ১১২ জন পরীক্ষার্থী, যা ৪টি ইউনিটের মধ্যে সর্বোচ্চ।

উল্লেখ্য, আগামী ২৬, ২৭ ও ২৮ জানুয়ারি পর্যায় ক্রমে ৩ দিনব্যাপী বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসেই ৪টি ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে বলে সূত্রটি নিশ্চিত করে।