বাসস
  ১১ জানুয়ারি ২০২৬, ২০:১৫

সাতক্ষীরায় আইনশৃঙ্খলা বিষয়ক সভা 

ছবি : বাসস

সাতক্ষীরা, ১১ জানুয়ারি ২০২৬ (বাসস): জেলা প্রশাসনের আয়োজনে আজ আইন-শৃঙ্খলা বিষয়ক মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। 

আজ রোববার সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত এ সভায় সভাপতিত্ব করেন সাতক্ষীরার জেলা প্রশাসক মিজ আফরোজা আখতার।

সভায় সাতক্ষীরার অতিরিক্ত পুলিশ সুপার এসএম রাজু আহমদে, পৌরসভার প্রধান নির্বাহি কর্মকর্তা আসাদুজ্জামান, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) রিপন বিশ্বাস, সাতক্ষীরা সেনা ক্যাম্পের অধিনায়ক মেজর সজীব, জেলা নির্বাচন কর্মকর্তা মাসুদুর রহমান, জেলা তথ্য কর্মকর্তা জাহারুল ইসলাম, সাতক্ষীরা জেলা বিএনপির আহবায়ক রহমাতুল্লাহ পলাশ ও সদস্য সচিব আবু জাহিদ ডাবলু, সাতক্ষীরা সরকারি কলেজের অধ্যক্ষ আবুল হাশেম, জেলার সিভিল সার্জনের প্রতিনিধি ডা. জয়ন্ত কুমার সরকার, ৩৩ বিজিবি ব্যাটেলিয়নের সহকারী পরিচালক বেগ আব্দুল্লাহ আল মাসুম, জেলা জামায়াতের আমীর উপাধ্যক্ষ শহিদুল ইসলাম মুকুল ও সেক্রেটারী আজিজুর রহমান, জেলা সমাজসেবা কার্যালয়ের উপ-পরিচালক সায়েদুর রহমান মৃধা, মহিলা বিষয়ক অধিদপ্তরের উপ-পরিচালক নাজমুন নাহার, জেলা শিক্ষা মাধ্যমিক কর্মকর্তা আলমগীর হোসেন, জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা রুহুল আমিন, সাতক্ষীরা প্রেসক্লাবের সভাপতি আবুল কাসেম, জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি আলহাজ্ব আবুল কালাম বাবলা প্রমুখ উপস্থিত ছিলেন। 

সভায় আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ভোটের পরিবেশ সুন্দর করা, ভোটকেন্দ্রে যাতায়াতের সুব্যবস্থা থাকা, নির্বাচনী আচরণবিধি মেনে চলা, শহরের যানজট নিরসন ও অবৈধ ইজিবাইক বন্ধে ব্যবস্থা গ্রহণ, মাদকবিরোধী অভিযান, আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নতকরণসহ জনগুরুত্বপূর্ণ বিভিন্ন বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা ও সিদ্ধান্ত গ্রহণ করা হয়।