বাসস
  ১১ জানুয়ারি ২০২৬, ১৯:২৮

মুন্সীগঞ্জে ৬টি ঘর ভস্মীভূত

ছবি : বাসস

মুন্সীগঞ্জ, ১১ জানুয়ারি ২০২৬ (বাসস): জেলার টংগিবাড়ী উপজেলায় আজ অগ্নিকান্ডে ৬ টি বসতঘর ভস্মীভূত হয়েছে।

আজ রোববার ভোর সাড়ে ৫ টায় উপজেলার কাছমালদা এলাকায় জনৈক শাহ আলমের বসতবাড়ীতে এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে।

মুন্সীগঞ্জ ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, অগ্নিকান্ডে টংগিবাড়ী উপজেলার কাছমালদা এলাকায় শাহ আলমের বসতবাড়ীর ৬ টি টিনের ঘর পুড়ে যায়। খবর পেয়ে টংগিবাড়ী এবং সিরাজদিখান ফায়ার ষ্টেশনের ৪ টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে দেড়ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।

অগ্নিকান্ডের ঘটনা নিশ্চিত করে মুন্সীগঞ্জে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপ-সহকারী পরিচালক মুহাম্মদ সফিকুর ইসলাম জানান, অগ্নিকান্ডের কারণ ও ক্ষয়ক্ষতির পরিমান তদন্ত সাপেক্ষে জানা যাবে।

বিষয়টি নিশ্চিত করে টংগিবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মনিরুল হক ডাবলু জানান, অগ্নিকান্ডে কোন হতাহত নেই।