বাসস
  ১১ জানুয়ারি ২০২৬, ১৯:২৩

কুয়েটে প্রথম বর্ষ ভর্তি পরীক্ষা উপলক্ষে নিরাপত্তা বিষয়ক সমন্বয় সভা অনুষ্ঠিত

ছবি : বাসস

ঢাকা, ১১ জানুয়ারি, ২০২৬ (বাসস): খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (কুয়েট) ২০২৫-২০২৬ শিক্ষাবর্ষের প্রথম বর্ষ ভর্তি পরীক্ষা উপলক্ষে নিরাপত্তা বিষয়ক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। 

আজ কুয়েটের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়েছে।

এতে আরও জানানো হয়, কুয়েটের ২০২৫-২০২৬ শিক্ষাবর্ষের প্রথম বর্ষ বি.এস-সি ইঞ্জিনিয়ারিং, বিইউআরপি ও বিআর্ক প্রোগ্রামের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে আগামী ১৫ জানুয়ারি। এ দিন সকাল ৯টা ৩০ মিনিট থেকে দুপুর ১২টা ৩০ মিনিট পর্যন্ত লিখিত পরীক্ষা এবং বিআর্ক প্রোগ্রামের মুক্তহস্ত অংকন পরীক্ষা দুপুর ১২টা ৪৫ মিনিট থেকে দুপুর ১টা ৪৫ মিনিট পর্যন্ত অনুষ্ঠিত হবে। 

ভর্তি পরীক্ষা সুষ্ঠু, শান্তিপূর্ণ ও নিরাপদভাবে সম্পন্ন করার লক্ষ্যে আজ রোববার দুপুর ৩টায় বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সভাকক্ষে বিশ্ববিদ্যালয় প্রশাসন ও আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে নিরাপত্তা বিষয়ক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়। 

সভায় সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মোঃ মাকসুদ হেলালী। 

সভায় সিভিল ইঞ্জিনিয়ারিং অনুষদের ডীন ও ২০২৫-২০২৬ শিক্ষাবর্ষের ১ম বর্ষ ভর্তি পরীক্ষা কমিটির সভাপতি প্রফেসর ড. মুহাম্মাদ হারুনুর রশীদ, বিভিন্ন অনুষদের ডীনবৃন্দ, বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার, খুলনা মেট্রোপলিটন পুলিশের ডেপুটি পুলিশ কমিশনার (উত্তর) সুদর্শন কুমার রায়, নগর বিশেষ শাখার পুলিশ পরিদর্শক সরদার মো. হায়াত আলী, জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থার বিভাগীয় কার্যালয়ের সহকারী পরিচালক (মেট্রো) এ কে এম শাহীন ইকবাল, সহকারী পুলিশ কমিশনার (ট্রাফিক) মুহ. ফজলুল কবির, খানজাহান আলী থানা, দৌলতপুর থানা ও আড়ংঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাবৃন্দ এবং কুয়েটের সিনিয়র নিরাপত্তা কর্মকর্তা উপস্থিত ছিলেন।

সভায় ভর্তি পরীক্ষাকে কেন্দ্র করে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস ও পার্শ্ববর্তী এলাকায় সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি, পরীক্ষার্থী ও অভিভাবকদের নিরাপত্তা, ট্রাফিক ব্যবস্থাপনা এবং নির্বিঘ্নে যাতায়াত নিশ্চিত করার বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়। 

সভায় প্রফেসর ড. মো. মাকসুদ হেলালী বলেন, “ভর্তি পরীক্ষা একটি বড় ও গুরুত্বপূর্ণ কার্যক্রম। পরীক্ষার্থী ও অভিভাবকদের নিরাপত্তা নিশ্চিত করা এবং তাদের যাতায়াত নির্বিঘ্নে রাখতে বিশ্ববিদ্যালয় প্রশাসন ও আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সমন্বিতভাবে দায়িত্ব পালন করতে হবে।”

সভায় পরীক্ষা চলাকালীন ডিজিটাল জালিয়াতি প্রতিরোধ, পরীক্ষাকেন্দ্রের নিরাপত্তা জোরদার এবং ক্যাম্পাস ও পার্শ্ববর্তী এলাকায় যানজট নিরসনের বিষয়ে বিশেষ গুরুত্বারোপ করা হয়।