শিরোনাম

খুলনা, ১১ জানুয়ারি, ২০২৬ (বাসস): খুলনা বিশ্ববিদ্যালয়ে প্রভাষক পদে যোগদানকারী নবীন শিক্ষকদের ৫ দিনব্যাপী প্রশিক্ষণ কর্মসূচি উদ্বোধন করা হয়েছে।
আজ রোববার দুপুরে বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাসুরেন্স সেল (আইকিউএসি) এর উদ্যোগে আয়োজিত প্রশিক্ষণ কর্মসূচি উদ্বোধন করেন প্রধান অতিথি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. রেজাউল করিম।
আইকিউএসির পরিচালক প্রফেসর ড. মো. মোস্তাফিজুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য প্রফেসর ড. মো. হারুনর রশিদ খান এবং ট্রেজারার প্রফেসর ড. মো. নূরুন্নবী।
এতে স্বাগত বক্তব্য রাখেন আইকিউএসির অতিরিক্ত পরিচালক প্রফেসর ড. এস এম তৌহিদুর রহমান। অনুষ্ঠান সঞ্চালনা করেন উপ-রেজিস্ট্রার মো. নূরুল ইসলাম সিদ্দিকী।
সভায় প্রফেসর ড. মো. রেজাউল করিম বলেন, ব্যক্তিগত চাহিদার ঊর্ধ্বে উঠে বিশ্ববিদ্যালয়ের স্বার্থে কাজ করতে হবে। বিশ্ববিদ্যালয়ের অ্যাক্রেডিটেশন অর্জনে নবীন শিক্ষকদের সক্রিয় ভূমিকা রাখা জরুরি। এ জন্য অ্যাক্রেডিটেশন কাউন্সিল ও বিএনকিউএফ সম্পর্কে সম্যক ধারণ থাকতে হবে।
তিনি বলেন, “নতুন সিস্টেমের সঙ্গে আপনাদের নিজেদের খাপ খাইয়ে নিতে হবে। মুক্ত ভাবনা ও চেতনা নিয়ে খুলনা বিশ্ববিদ্যালয়কে নতুন উচ্চতায় নিয়ে যেতে হবে।”
তিনি আইন-কানুন, নিয়ম-শৃঙ্খলা ও সময়ানুবর্তিতা মেনে চলার ওপর গুরুত্বারোপ করেন।
প্রফেসর ড. মো. হারুনর রশীদ খান বলেন, অত্যন্ত স্বচ্ছ প্রক্রিয়ার মাধ্যমে নবীন শিক্ষকরা নিয়োগ পেয়েছেন। মেধা ও দক্ষতার মাধ্যমে বিশ্ববিদ্যালয়ের মানোন্নয়নে তাঁদের ভূমিকা রাখতে হবে।
তিনি জ্ঞান, বিজ্ঞান ও প্রযুক্তিতে দ্রুত পরিবর্তনের সঙ্গে তাল মিলিয়ে চলার পাশাপাশি বিশ্ববিদ্যালয়ের আইন ও বিধিবিধান সম্পর্কে সচেতন থাকার আহ্বান জানান।
প্রফেসর ড. মো. নূরুন্নবী বলেন, নবীন শিক্ষকদের জন্য এ ধরনের প্রশিক্ষণ অত্যন্ত প্রয়োজনীয়। কাঠামোগত ফ্রেমওয়ার্কের মধ্যে থেকে দায়িত্ব পালন করতে হবে। মেধা ও যোগ্যতার ভিত্তিতে শিক্ষক হয়েছেন, সেই মর্যাদা রক্ষা করা প্রত্যেকের দায়িত্ব।
তিনি নবীন শিক্ষকদের ভবিষ্যৎ জীবনের উত্তরোত্তর সাফল্য কামনা করেন।
উদ্বোধনী অনুষ্ঠানের পর রিসোর্স পারসন হিসেবে উপাচার্য ড. মোঃ রেজাউল করিম ‘উচ্চশিক্ষায় শিক্ষাদান ও শিক্ষণ প্রক্রিয়া সম্পর্কে পেশাগত জ্ঞান’ বিষয়ে আলোচনা করেন।
এছাড়াও আউটকাম বেজড এডুকেশন এবং কারিকুলাম ডেভেলপমেন্ট বিষয়ে সেশন উপস্থাপন করেন আইকিউএসির পরিচালক প্রফেসর ড. মো. মোস্তাফিজুর রহমান ও অতিরিক্ত পরিচালক প্রফেসর ড. মো. ওয়াসিউল ইসলাম।
পাঁচ দিনব্যাপী এ প্রশিক্ষণ কর্মসূচিতে খুলনা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন ডিসিপ্লিনের সদ্য যোগদানকৃত প্রভাষকরা অংশগ্রহণ করছেন।