শিরোনাম

কুমিল্লা, ১১ জানুয়ারি, ২০২৬ (বাসস): বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনায় কুমিল্লায় দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়েছে।
আজ রোববার নগরীর ছাতি মসজিদে বাদ আছর ও শাহ সূজা মসজিদে বাদ মাগরিব এ দোয়ার আয়োজন করা হয়। কুমিল্লা-৬ আসনে বিএনপি মনোনীত প্রার্থী মনিরুল হক চৌধুরীর উদ্যোগে এ দোয়া অনুষ্ঠিত হয়।
দোয়া শেষে মনিরুল হক জেলা ও মহানগরের নেতৃবৃন্দদের নিয়ে ১০ নম্বর ওয়ার্ডের ঝাউতলা এলাকায় গণসংযোগ করেন।
দোয়া মোনাজাত ও গণসংযোগে অংশ নেন কেন্দ্রীয় বিএনপির সহ সাংগঠনিক সম্পাদক মোস্তাক মিয়া, মহানগর বিএনপির সভাপতি উৎবাতুল বারী আবু, সাবেক মেয়র মনিরুল হক সাক্কু, দক্ষিণ জেলা বিএনপির সাধারণ সম্পাদক আশিকুর রহমান মাহমুদ ওয়াসিম, সিনিয়র সহ সভাপতি আমিরুজ্জামান ভুঁইয়া, সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম ভুঁইয়া স্বপন, কুমিল্লা জেলা মুক্তিযোদ্ধার কমান্ডার নুরে আলম ভূঁইয়া, দক্ষিণ থানা বিএনপির আহ্বায়ক হানিফ মিয়া, সদর দক্ষিণ উপজেলা বিএনপির সভাপতি এডভোকেট আক্তার হোসেন, দক্ষিণ জেলা জাসাসের সাবেক সদস্য সচিব মোহাম্মদ মোরশেদ, ১০ নম্বর ওয়ার্ড বিএনপির উপদেষ্টা ইঞ্জিনিয়ার ইদ্রিস মেহেদী, সভাপতি আলী ইকরামুল হক সুমন, মহানগর যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক রিয়াজ উদ্দিন রিয়াজ, মহানগর স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক-১ আতিক সেলিম রুবেল প্রমুখ।
দোয়া পূর্ববর্তী সংক্ষিপ্ত বক্তব্যে মনিরুল হক চৌধুরী বলেন, গণতন্ত্রের মা আপোষহীন নেত্রী বেগম খালেদা জিয়া ছিলেন এদেশের মুক্তিকামী জনগণের নেত্রী। তিনি কখনো জালিমের সঙ্গে আপোষ করেননি। বেগম খালেদা জিয়ার এ ইস্পাত কঠিন দৃঢ়চেতা নেতৃত্বের অনুপ্রেরণা থেকে আগামীর বাংলাদেশ বিনির্মাণে বিএনপি দেশের নেতৃত্ব দেবে।