বাসস
  ১১ জানুয়ারি ২০২৬, ১৮:৪১

নোংরা পরিবেশে খাদ্যপণ্য তৈরি, চট্টগ্রামে তিন দোকানকে জরিমানা

চট্টগ্রাম, ১১ জানুয়ারি, ২০২৬ (বাসস) : অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশে খাদ্যপণ্য তৈরি এবং মেয়াদ বিহীন পণ্য মজুদের অভিযোগে চট্টগ্রাম নগরের চট্টেশ্বরী রোড ও টাইগার পাসের বাটালি হিল এলাকায় তিন দোকানিকে ৩০ হাজার টাকা জরিমানা করেছে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের ভ্রাম্যমাণ আদালত।

আজ চট্টগ্রাম সিটি কর্পোরেশনের নির্বাহী ম্যাজিস্ট্রেট চৈতী সর্ববিদ্যার নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালতের এ অভিযান পরিচালিত হয়।

নির্বাহী ম্যাজিস্ট্রেট জানান, অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশে বেকারি পণ্য তৈরি, পণ্যে বিভিন্ন ধরনের নিম্নমানের রং ও ফ্লেভার ব্যবহার করা ও বিক্রির জন্য মেয়াদ বিহীন পণ্য মজুত রাখার দায়ে নগরীর চট্টেশ্বরী রোডের মিষ্টিমুখ কারখানাকে ২০ হাজার টাকা, মেয়াদ বিহীন ও উৎপাদিত প্রতিষ্ঠানের ঠিকানা বিহীন পণ্য বিক্রির দায়ে প্রভাতী কুলিং কর্নারকে ৫ হাজার টাকা ও রান্নাঘরের পরিবেশ অত্যন্ত নোংরা ও দুর্গন্ধময়, নিষিদ্ধ এমোনিয়া খাদ্য দ্রব্যের সাথে মেশানোর দায়ে বাটালি হিলের ভাই ভাই হোটেলকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়। জনস্বার্থে ভ্রাম্যমাণ আদালতের এ ধরনের অভিযান নিয়মিতভাবে চলবে। জনস্বার্থে ভ্রাম্যমাণ আদালতের এ ধরনের অভিযান নিয়মিতভাবে চলবে বলে তিনি জানান।