বাসস
  ১১ জানুয়ারি ২০২৬, ১৭:২৮

মুন্সীগঞ্জে গণভোট বিষয়ে সচেতনামূলক সভা   

ছবি : বাসস

মুন্সীগঞ্জ, ১১ জানুয়ারি, ২০২৬ (বাসস) : জেলায় আজ আসন্ন গণভোটে অংশগ্রহণ নিশ্চিতকল্পে জেলা পর্যায়ের দপ্তর প্রধানদের নিয়ে সচেতনামূলক সভা অনুষ্ঠিত হয়েছে।

আজ রোববার জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে মুন্সীগঞ্জের জেলা প্রশাসক সৈয়দা নুরমহল আশরাফীর সভাপতিত্বে  এ সচেতনামূলক এ সভা অনুষ্ঠিত হয়। 

এ সভায় জেলার পুলিশ সুপার মো. মেনহাজুল আলম, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. রেজাউল করীম, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মুহাম্মদ মুছাব্বেরুল ইসলাম, সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী মাসুদ মাহমুদ সুমন, এলজিইডি’র নির্বাহী প্রকৌশলী মো. রবিউল ইসলাম, জেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ জসিম উদ্দিন প্রমুখ সহ বিভিন্ন দপ্তর ও বাহিনীর প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। 

সভায় পুলিশ সুপার মো. মেনহাজুল আলম বলেন, নির্বাচনে বিশৃঙ্খলা সৃষ্টি করতে চাইলে কাউকে ছাড় দেয়া হবে না। পাশাপাশি চিহ্নিত সন্ত্রসীদের আইনের আওতায় আনা হবে। 

জেলা প্রশাসক সৈয়দা নুরমহল আশরাফী বলেন, জেলায় আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। প্রতিটি ভোট কেন্দ্রে সিসিটিভি ক্যামেরা থাকবে। সুষ্ঠু ও উৎসবমুখর পরিবেশে নির্বাচন হবে।