বাসস
  ১১ জানুয়ারি ২০২৬, ১৭:২০

বাগেরহাটে খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় দোয়া মাহফিল

ছবি : বাসস

বাগেরহাট, ১১ জানুয়ারি, ২০২৬ (বাসস) : বিএনপি ও সকল অঙ্গ ও সহযোগী সংগঠন, মোংলা পৌর কর্তৃক আয়োজিত বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

আজ রোববার দুপুর ১২টায় মোংলা চালনা ফাজিল মাদ্রাসা প্রাঙ্গণে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রামপাল মোংলার নেতা ও বাগেরহাট-৩ আসনে ধানের শীষের মনোনীত প্রার্থী ড. শেখ ফরিদুল ইসলাম।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মোংলা পৌর বিএনপির সভাপতি মো. জুলফিকার আলী। এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফকিরহাট উপজেলা বিএনপির সভাপতি কামরুল ইসলাম গোরা। এছাড়াও বাগেরহাট জেলা, মোংলা উপজেলা ও মংলা পৌর বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

প্রধান অতিথির বক্তব্যে  ড.শেখ ফরিদুল ইসলাম বলেন,‘দেশের গণতন্ত্র পুনরুদ্ধার ও মানুষের ভোটাধিকার প্রতিষ্ঠার সংগ্রামে দেশনেত্রী বেগম খালেদা জিয়া ছিলেন আপসহীন ও সাহসী এক নেত্রী। তার নেতৃত্বেই বিএনপি বারবার জনগণের আস্থা অর্জন করেছে। আজ তিনি আমাদের মাঝে নেই, কিন্তু তার আদর্শ, দেশপ্রেম ও গণতন্ত্রের জন্য ত্যাগ জাতি চিরদিন স্মরণ করবে।’

শেষে বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। মিলাদ ও দোয়া অনুষ্ঠানে কয়েক হাজার বিএনপির নেতা-কর্মী অংশ নেন।