বাসস
  ১১ জানুয়ারি ২০২৬, ১৭:১২

স্বাস্থ্য সনদ না থাকায় চুয়াডাঙ্গায় ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা

ছবি : বাসস

চুয়াডাঙ্গা, ১১ জানুয়ারি, ২০২৬ (বাসস) : স্বাস্থ্য সনদ না থাকা ও ট্রেড লাইসেন্স নবায়ন না থাকাসহ নানা অভিযোগে চুয়াডাঙ্গা শহরের একটি ফুচকা হাউজকে ৬০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। 

আজ রোববার দুপুরের দিকে চুয়াডাঙ্গা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর এ অভিযান পরিচালনা করেন।

জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মামুনুল হাসান গণমাধ্যমে পাঠানো এক প্রেসবিজ্ঞপ্তিতে জানান, নিয়মিত অভিযানের অংশ হিসেবে আজ শহরের কবরী রোড এলাকায় তদারকিমূলক অভিযান পরিচালনা করা হয়। বেলা ১১টা  থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত পরিচালিত অভিযানে খাদ্যপণ্যের প্রতিষ্ঠান তদারকি করা হয়।

এ সময় ট্রেড লাইসেন্স নবায়ন না থাকা, স্বাস্থ্য সনদ না থাকা, বাসি চিকেন ফ্রাই ও মেয়াদ বিহীন দই বিক্রয়ের জন্য সংরক্ষণ করায় ভোক্তা-অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৪৩ ধারায় মেসার্স ভাই ভাই ফুচকা হাউজকে ৬০ হাজার জরিমানা করা হয়।

অভিযান পরিচালনায় সহযোগিতায় ছিলেন নিরাপদ খাদ্য কর্মকর্তা সজীব পাল, পৌর স্যানিটারি ইন্সপেক্টর নার্গিস জাহান, ক্যাব প্রতিনিধি রফিকুল ইসলাম এবং জেলা পুলিশের একটা টিম।