বাসস
  ১১ জানুয়ারি ২০২৬, ১৭:০৮

দিনাজপুর জেলা আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত

ছবি : বাসস

দিনাজপুর, ১১ জানুয়ারি, ২০২৬ (বাসস) : দিনাজপুর জেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। ক্রয়োদশ সংসদ নির্বাচন সুষ্ঠু, নিরপেক্ষ ও গ্রহণযোগ্য করার লক্ষ্যে এ সভা অনুষ্ঠিত হয়।

আজ রোববার দুপুরে জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মো. রফিকুল ইসলাম।

তিনি জানান, সভায় আসন্ন ক্রয়োদশ সংসদ নির্বাচন, সুষ্ঠু নিরপেক্ষ ও গ্রহণ যোগ্য অনুষ্ঠিত করার লক্ষ্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও), পুলিশ প্রশাসন ও আনসার বাহিনীর সদস্যদের প্রস্তুত থাকার জন্য নির্দেশ দেওয়া হয়েছে। তফসিল ঘোষণার পর নির্বাচন কমিশনের ঘোষিত কর্মসূচি অনুযায়ী সংশ্লিষ্ট সকল সরকারি কর্মকর্তাদের নির্দেশ মেনে চলার আহবান জানানো হয়।

সভায় পুলিশ সুপার মো. জেদান আল মুসা পিপিএম সহ জেলার বিভিন্ন সরকারি দপ্তরের  কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

সভায় পুলিশ সুপার বলেন, সংসদ নির্বাচন ও গণভোটকে কেন্দ্র করে জেলার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে জেলা পুলিশ সর্বোচ্চ পেশাদারিত্বের সঙ্গে কাজ করে যাচ্ছে। এ ক্ষেত্রে সকল সরকারি দপ্তরের সমন্বিত সহযোগিতা ও জনপ্রতিনিধিদের সহায়তা প্রয়োজন। সেইসঙ্গে ভোটার ও সাধারণ জনগণের সচেতনতা বৃদ্ধি ও দায়িত্বশীল ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ।