বাসস
  ১১ জানুয়ারি ২০২৬, ১৫:৩২

অবৈধ অস্ত্র উদ্ধারে ফেনীতে যৌথ অভিযান শুরু হচ্ছে

রোববার ফেনী জেলা আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত হয়। ছবি : বাসস

ফেনী, ১১ জানুয়ারি, ২০২৬ (বাসস) : ফেনী জেলা আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে।

জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আজ রোববার দুপুরে জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মনিরা হকের সভাপতিত্বে সভা অনুষ্ঠিত হয়।

সভায় আগামী জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে অনুষ্ঠানের লক্ষ্যে সহসাই যৌথ বাহিনী অবৈধ অস্ত্র উদ্ধারে অভিযান পরিচালনা করবে বলে জানান। এছাড়া জেলার আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণ মাদক ও চোরাচালান রোধসহ সার্বিক বিষয়ে সংশ্লিষ্টদের প্রয়োজনীয় তথ্য দিয়ে সহযোগিতার জন্য অনুরোধ জানানো হয়। 

অবৈধভাবে টপসয়েল কাটা বন্ধ করতে প্রশাসন সবসময় তৎপর রয়েছে বলে জেলা প্রশাসক সবাইকে অবহিত করেন।

অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ জাকারিয়ার সঞ্চালনায় সভায় বক্তব্য দেন পুলিশ সুপার মো. শফিকুল ইসলাম, সেনাবাহিনীর সদর ক্যাম্প ইনচার্জ মেজর রায়হান, সিভিল সার্জন ডা. রুবাইয়াত বিন করিম, ট্রাফিক ইন্সপেক্টর মো. শওকত, ফেনী রিপোর্টার্স ইউনিটির সভাপতি মোহাম্মদ শাহাদাত হোসেন, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মকর্তা আব্দুল হামিদ, খেলাফত মজলিস নেতা আজিজ উল্লাহ আহমদী প্রমুখ।