বাসস
  ১১ জানুয়ারি ২০২৬, ১৪:২৫

বাগেরহাটে আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত

রোববার জাতীয় সংসদ নির্বাচনকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে বাগেরহাটে জেলার সার্বিক আইনশৃঙ্খলা বিষয়ক কমিটির সভা অনুষ্ঠিত হয়। ছবি : বাসস

বাগেরহাট, ১১ জানুয়ারি, ২০২৬ (বাসস) : জাতীয় সংসদ নির্বাচনকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে বাগেরহাটে জেলার সার্বিক আইনশৃঙ্খলা বিষয়ক কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। 

আজ রোববার সকাল ১১টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট গোলাম মো. বাতেন।

সভায় নির্বাচনকালীন আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে ঝুঁকিপূর্ণ ভোটকেন্দ্রে সিসিটিভি ক্যামেরা স্থাপন, নির্বাচনী আচরণবিধি কঠোরভাবে প্রতিপালন, গোয়েন্দা সংস্থার নজরদারি বৃদ্ধি এবং শীতের কুয়াশাজনিত ঝুঁকি মোকাবেলায় জেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে ৩২টি চেকপোস্ট স্থাপনের সিদ্ধান্ত গ্রহণ করা হয়।

এছাড়া সভায় সুন্দরবনে জলদস্যু ও বনদস্যু দমন, মাদকবিরোধী অভিযান জোরদার, দ্রুতগতির মোটরসাইকেল চলাচল নিয়ন্ত্রণ, নসিমন ও আলমসাধু বন্ধ, বিদ্যুৎ চুরি রোধ, লাইসেন্সবিহীন দোকানে গ্যাস সিলিন্ডার ও অকটেন বিক্রি নিষিদ্ধকরণ, ধর্ষণ ও ডাকাতি হ্রাসে সমন্বিত উদ্যোগ গ্রহণসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা হয়।

সুন্দরবনে পর্যটকদের কাছ থেকে জালিবোট ও ট্রলারে অতিরিক্ত ভাড়া আদায় বন্ধ, কিশোর গ্যাং প্রতিরোধ এবং শীত মৌসুমে অতিথি পাখি নিধন রোধে বিশেষ গুরুত্বারোপ করা হয়। একই সঙ্গে বাগেরহাট সদর হাসপাতালে অ্যাম্বুলেন্স ভাড়া নিয়ে রোগীদের ভোগান্তির বিষয়টিও সভায় আলোচনায় আসে।

সভায় জেলা প্রশাসক গোলাম মো. বাতেন নির্বাচনকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে সকল দপ্তরকে সমন্বিতভাবে দায়িত্ব পালনের নির্দেশনা প্রদান করেন।

অন্যান্যের মধ্যে বক্তব্য দেন, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম) মো. আবু রাসেল জেলা জামায়াতের আমির মাওলানা রেজাউল করিম, জেলা নির্বাচন অফিসার আবু আনছার, বাগেরহাট সদর হাসপাতালের তত্ত্বাবোধায়ক ডাক্তার অসীম সমদ্দার, শরনখোলা ইউএনও জাহিদ হাসান, মংলা ইউএনও শারমিন আক্তার সুমি, ফকিরহাট ইউএনও সুমনা আইরিন, কচুয়া ইউএনও মো. আলী হাসান, চিতলমারী ইউএনও মো সাজ্জাদ হোসেন, মোল্লাহাট ইউএনও শ্যামানন্দ কুণ্ডুসহ ডিজিএফআই, কোস্টগার্ড, নৌবাহিনী, সেনাবাহিনী, পল্লী বিদ্যুৎ, ওজোপাডিকো, সড়ক, গণপূর্ত বিভাগের প্রতিনিধি, সাংবাদিক এবং জেলা উচ্চপদস্থ সরকারি কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।