বাসস
  ১০ জানুয়ারি ২০২৬, ১৮:১৮

জয়পুরহাটে স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ মিছিল

শনিবার জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ঢাকা মহানগর উত্তরের সাবেক সদস্য সচিব আজিজুর রহমান মুছাব্বিরকে হত্যার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে জেলা স্বেচ্ছাসেবক দল। ছবি : বাসস

জয়পুরহাট, ১০ জানুয়ারি, ২০২৬ (বাসস) : জেলায় আজ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ঢাকা মহানগর উত্তরের সাবেক সদস্য সচিব আজিজুর রহমান মুছাব্বিরকে হত্যার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে জেলা স্বেচ্ছাসেবক দল। 

আজ শনিবার বিকেল সাড়ে ৪ টায় জেলা স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে শহরের ষ্টেশন রোডস্থ দলীয় কার্যালয় থেকে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। 

মিছিলটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে আবারও দলীয় কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়। সেখানে সংক্ষিপ্ত প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। 

সমাবেশে জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আলমগীর হোসেনের সভাপতিত্বে বক্তব্য রাখেন স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম-আহ্বায়ক জহুরুল ইসলাম, তৈয়বুর রেজা, মোমিন খন্দকার ডালিম ও সদস্য সচিব শামস মতিন সহ অন্যান্য নেতৃবৃন্দ।

বক্তারা রাজধানীতে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের নেতা আজিজুর রহমান মুছাব্বির হত্যাকান্ডের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান। তারা ঘটনার সঙ্গে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।