শিরোনাম

চট্টগ্রাম, ১০ জানুয়ারি ২০২৬ (বাসস): তরুণরা দেশের ভবিষ্যৎ। তাদের ভোটের মাধ্যমে দেশ নতুন দিশা পাবে বলে মন্তব্য করেছেন অর্থনীতিবিদ ও সুজন—সুশাসনের জন্য নাগরিক চট্টগ্রাম জেলার সভাপতি অধ্যাপক সিকান্দার খান।
তিনি বলেন, যুবসমাজ আমাদের ভবিষ্যৎ। তাদের শক্তিশালী অংশগ্রহণ নির্বাচনী প্রক্রিয়ায় গণতন্ত্রকে সুসংহত করবে এবং নিরপেক্ষতা নিশ্চিত করবে। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিজেদের ভূমিকা পালন করতে তরুণরা ভুলবে না।
আজ (শনিবার) সুজন এবং ইয়ুথ এন্ডিং হাঙ্গার চট্টগ্রামের যৌথ উদ্যোগে নির্বাচনী অলিম্পিয়াড অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। চট্টগ্রাম কলেজ মিলনায়তনে আয়োজিত এ অনুষ্ঠানে প্রায় ৩ শতাধিক শিক্ষার্থী অংশ নেন।
সিকান্দার খান বলেন, গণতন্ত্রের সফলতা নির্ভর করে জনগণের সচেতনতা এবং তাদের সক্রিয় অংশগ্রহণের ওপর। আসন্ন নির্বাচন একটি বড় সুযোগ, যেখানে জনগণ তাদের রায় প্রকাশ করবে। কিন্তু এর জন্য প্রয়োজনীয় তথ্য ও জ্ঞান প্রতিটি নাগরিকের কাছে থাকা উচিত।
তিনি আরও বলেন, নির্বাচন শুধু একটি ভোটদান প্রক্রিয়া নয়, এটি জনগণের অধিকার, দায়িত্ব এবং দেশের উন্নতির এক অবিচ্ছেদ্য অংশ। আগামী দিনে যুবকরা যদি নির্বাচনী প্রক্রিয়ায় সচেতন ও সক্রিয় থাকে, তবে দেশের গণতন্ত্র আরও শক্তিশালী হবে।
ইয়ুথ এন্ডিং হাঙ্গার বাংলাদেশের জাতীয় সমন্বয়কারী সাদিব বিন ইউসুফের সভাপতিত্বে এবং অনুষ্ঠান সঞ্চালনা করেন দি হাঙ্গার প্রজেক্ট ও সুজনের আঞ্চলিক সমন্বয়কারী সৈয়দ নাছির উদ্দীন।
উদ্বোধন করেন চট্টগ্রামের অতিরিক্ত আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা সাখাওয়াত হোসেন। বিশেষ অতিথি ছিলেন সুজন—চট্টগ্রাম জেলা সাধারণ সম্পাদক নোমান উল্লাহ বাহার, শিক্ষাবিদ ও পরিবেশ সংগঠক উত্তম কুমার আচার্য্য, ইয়ুথ এন্ডিং হাঙ্গার চট্টগ্রাম অঞ্চলের সমন্বয়কারী তৌহিদুল ইসলাম এবং চট্টগ্রাম জেলার সমন্বয়কারী নওরিন তাসনিয়া খান মাঈশা প্রমুখ।