শিরোনাম

জয়পুরহাট, ১০ জানুয়ারি, ২০২৬ (বাসস) : জেলায় আজ বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)-এর উদ্যোগে সীমান্তবর্তী এলাকার দুস্থ ও অসহায় ব্যক্তিদের মধ্যে শীতবস্ত্র হিসেবে কম্বল বিতরণ এবং বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান করা হয়েছে।
আজ শনিবার দুপুর ১২টায় জয়পুরহাট শহরের কাশিয়াবাড়ি উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত এক অনুষ্ঠানে এসব শীতবস্ত্র বিতরণ ও চিকিৎসা সেবা প্রদান করে বিজিবি’র জয়পুরহাট ব্যাটালিয়ন (২০ বিজিবি)।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিজিবি’র দিনাজপুর সেক্টরের সেক্টর কমান্ডার কর্নেল মো. ফয়সাল হাসান খান।
এ সময় বিজিবি’র জয়পুরহাট ব্যাটালিয়নের (২০ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ লতিফুল বারী, সেক্টর মেডিকেল অফিসার ক্যাপ্টেন মাহদীসহ অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে শীতবস্ত্র বিতরণের পাশাপাশি চিকিৎসা সেবা প্রদান করেন জয়পুরহাট ২৫০-শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. শহীদ হোসেন ও অন্যান্য চিকিৎসকরা।
সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, বিজিবি’র উদ্যোগে আজ তিন শতাধিক দুস্থ ও অসহায় ব্যক্তির মধ্যে শীতবস্ত্র বিতরণের পাশাপাশি বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান করা হয়েছে।