বাসস
  ১০ জানুয়ারি ২০২৬, ১৭:২২
আপডেট : ১০ জানুয়ারি ২০২৬, ১৮:৫০

ময়মনসিংহ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক বাসসের আব্দুল কাইয়ুম

ময়মনসিংহ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো. আব্দুল কাইয়ুম। ছবি: বাসস

ময়মনসিংহ, ১০ জানুয়ারি, ২০২৬ (বাসস) : উৎসবমুখর পরিবেশে ময়মনসিংহ প্রেসক্লাব কার্যনির্বাহী পরিষদ নির্বাচন-২০২৬ সফলভাবে সম্পন্ন হয়েছে। 

ময়মনসিংহ প্রেসক্লাবের ৬৭ বছরের ইতিহাসে সর্বকনিষ্ঠ সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন মো. আব্দুল কাইয়ুম। নবনির্বাচিত সাধারণ সম্পাদক মো. আব্দুল কাইয়ুম বর্তমানে বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস)-এর জেলা প্রতিনিধি এবং মানবাধিকার সংগঠন অধিকার-এর সমন্বয়কারী হিসেবে দায়িত্ব পালন করছেন।

গতকাল শুক্রবার (৯ জানুয়ারি) ময়মনসিংহ প্রেসক্লাব মিলনায়তনে অনুষ্ঠিত এ নির্বাচনে মোট ১৬টি পদের মধ্যে একমাত্র সাধারণ সম্পাদক পদেই ব্যালটের মাধ্যমে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। এ পদে দুইজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। ভোট গণনা শেষে মো. আব্দুল কাইয়ুম ৩৮ ভোট পেয়ে সাধারণ সম্পাদক নির্বাচিত হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ও বর্তমান সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম পান ৩২ ভোট।

সাধারণ সম্পাদক পদ ছাড়া কমিটির বাকি ১৫টি পদে একক প্রার্থী থাকায় সংশ্লিষ্ট প্রার্থীরা বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন।

বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত অন্যান্য পদপ্রাপ্তরা হলেন- অধ্যাপক মো. আবুল কাশেম ও মো. নওয়াব আলী (সহ-সভাপতি), শরিফুজ্জামান টিটু (কোষাধ্যক্ষ), আবু সালেহ মো. মুসা (যুগ্ম সম্পাদক)। 

এছাড়াও সম্পাদকীয় অন্যান্য পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন- জাহাঙ্গীর কবীর জুয়েল (ক্রীড়া সম্পাদক), এ এস এম হোসাইন শাহীদ (সাহিত্য ও সংস্কৃতি সম্পাদক), আদিলুজ্জামান আদিল (নাট্য ও প্রমোদ সম্পাদক)। কার্যনির্বাহী সদস্য হিসেবে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত সাতজন হলেন- অমিত রায়, এম আইয়ুব আলী, মোশাররফ হোসেন, মীর গোলাম মোস্তফা, ড. মোহাম্মদ নূরুল্লাহ, মো. শাহজাহান এবং নিয়ামুল কবীর সজল।

উল্লেখ্য, ময়মনসিংহ প্রেসক্লাবের গঠনতন্ত্র অনুযায়ী জেলা প্রশাসক স্বয়ংক্রিয়ভাবে প্রেসক্লাবের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করে থাকেন। এ কারণে সভাপতি পদে কোনো নির্বাচন অনুষ্ঠিত হয়নি।

নির্বাচন পরিচালনা করেন রিটার্নিং অফিসার মো. আব্দুল মতিন এবং প্রিজাইডিং অফিসার হিসেবে দায়িত্ব পালন করেন মাহমুদুল হাসান মিলন ও রাকিবুল হাসান রুবেল।

ভোট গ্রহণ শেষে ফলাফল ঘোষণার পর নবনির্বাচিত নেতৃবৃন্দকে ফুলেল শুভেচ্ছায় সিক্ত করেন প্রেসক্লাবের সাধারণ সদস্যরা।