শিরোনাম

মাদারীপুর, ১০ জানুয়ারি ২০২৬ (বাসস): জেলায় অরাজনৈতিক স্বেচ্ছাসেবী ‘মানব কল্যাণ সংগঠন’ এর উদ্যোগে অর্ধশতাধিক শীতার্ত মানুষের মধ্যে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।
সংগঠনের প্রধান উপদেষ্টা ওয়াদুদ আহমেদ জনি মিয়া, সাধারণ সম্পাদক কামাল হোসেন খান, সদস্য রফিকুল ইসলাম সিপন ও সদস্য তানিয়া ইসলাম রোকসানার অর্থায়নে আজ শনিবার সকালে সদর উপজেলার ঝাউদী ইউনিয়নের পূর্ব টুবিয়া এলাকায় এ শীতবস্ত্র বিতরণ করা হয়।
এসময় উপস্থিত ছিলেন, মাদারীপুর জেলা আইনজীবী সমিতির যুগ্ম সাধারণ সম্পাদক ও মানব কল্যাণ সংগঠন এর উপদেষ্টা এ্যাড. মশিউর রহমান পারভেজ, এপেক্স ক্লাব অব মাদারীপুর এর সাধারণ সম্পাদক এইচ এম রেজাউল হক, ‘পাশে আছি’ মাদারীপুর সেচ্ছাসেবী সংগঠনের প্রতিষ্ঠাতা মো. বায়জিদ মিয়া, তারুণ্য পরিবার সেচ্ছাসেবী সংগঠনের প্রতিষ্ঠাতা সোহাগ হাসান প্রমুখ।
মানব কল্যাণ সংগঠন মাদারীপুর এর সাধারণ সম্পাদক সৌদি প্রবাসী কামাল হোসেন খান জানান, আমাদের সংগঠনটি প্রতিষ্ঠালগ্ন থেকেই অসহায় মানুষের মধ্যে কম্বল বিতরণ, চিকিৎসা সেবা, শিক্ষার্থীদের শিক্ষা উপকরণসহ ছাগল বিতরণ করে আসছে।
তিনি বলেন, আমাদের সংগঠনের সভাপতি জাকির মাতুব্বর, সহ-সভাপতি বাচ্চু মীর, সাধারণ সম্পাদক কামাল হোসেন খান, যুগ্ম সাধারণ সম্পাদক গোলাম মাওলা পলাশ আমরা প্রবাসে থেকেও সংগঠনের নেতৃত্ব দিয়ে সংগঠনটি মানবতার কল্যাণে এগিয়ে নিয়ে যাচ্ছি। অসহায় মানুষদের স্বাবলম্বী করে তোলার জন্য আমাদের এ চেষ্টা অব্যাহত থাকবে।