বাসস
  ১০ জানুয়ারি ২০২৬, ১৬:৪৪

রংপুরে বিভিন্ন অভিযোগে ওয়ারেন্টভুক্ত আসামিসহ ২৮ জন গ্রেফতার

রংপুর, ১০ জানুয়ারি ২০২৬(বাসস): পুলিশের পৃথক অভিযানে প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষায় জালিয়াতি, জুয়া এবং ওয়ারেন্টভুক্ত আসামিসহ ২৮ জনকে গ্রেফতার করা হয়েছে। আজ দুপুরে রংপুর মেট্রোপলিটন পুলিশের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, শুক্রবার সন্ধ্যায় নগরীর হাজীরহাট বখতিয়ারপুর উচাটারী গ্রামস্থ ঘাঘট নদীর পাড়ে জুয়ার আসরে অভিযান চালিয়ে ১০ জনকে হাতে-নাতে গ্রেফতার করা হয়।

এতে বলা হয়, নগরীর বিভিন্ন এলাকায় পৃথক অভিযানে ওয়ারেন্টভুক্ত আসামিসহ বিভিন্ন মামলার আরও ১৩ জন আসামিকে গ্রেফতার করা হয়। 

এদিকে প্রাথমিকের সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষার বিভিন্ন পরীক্ষা কেন্দ্রে অভিযান পরিচালনা করে জালিয়াতির সঙ্গে জড়িত থাকার অভিযোগে পাঁচজনকে গ্রেফতার করেছে পুলিশ।

তারা হলেন, রংপুরের মিঠাপুকুর উপজেলার ফকিরহাট রামেশ্বরপুরের রফিক মন্ডলের পুত্র সারোয়ার ইসলাম (৩০), পীরগাছা দেউতি বাজারের চাঁন মিয়ার পুত্র আল আমিন মোহাম্মদ আহাদ (৩৪), পীরগঞ্জের জাহাঙ্গীরাবাদ আসমতপুর এলাকার খাজা নাজিম উদ্দিনের পুত্র মেজবাহ হামিদুল্লাহ প্রধান (২৯), পীরগঞ্জ কাদিরাবাদের এনামুল হকের পুত্র রাশেদুল ইসলাম রকি (২৮) এবং পাবনার ছাইকোলা দীঘল গ্রামের বারেক আলীর কন্যা জান্নাতুল ফেরদৌস বীথি (২৬)।

অভিযানে তাদের কাছ থেকে ১৫টি ডিভাইস, ৫টি স্মার্টফোন, ২টি ফিচার ফোন, ১৩টি সিম কার্ড, ২৬টি এয়ারপড, এয়ারপড প্লেসমেন্টের জন্য ব্যবহৃত ১টি ফরসেপ, ৬টি ফাঁকা নন-জুডিশিয়াল স্ট্যাম্প, স্বাক্ষরিত ২টি ফাঁকা চেক এবং ২টি মোটরসাইকেল উদ্ধার করা হয়।

তাদের বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলে জানিয়েছে মেট্রোপলিটন পুলিশের উপপুলিশ কমিশনার (ডিবি) সনাতন চক্রবর্তী।