শিরোনাম

চুয়াডাঙ্গা, ১০ জানুয়ারি ২০২৬ (বাসস): জেলার দামুড়হুদা উপজেলার বড়বলদিয়া গ্রামে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) এর উদ্যোগে শীতার্ত মানুষের মধ্যে কম্বল বিতরণ করা হয়েছে।
আজ শনিবার বেলা ১১টার দিকে বড়বলদিয়া স্কুল এন্ড কলেজ চত্বরে এসব কম্বল বিতরণ করা হয়।
চুয়াডাঙ্গা-৬ বিজিবি ব্যাটালিয়নের সহকারী পরিচালক ও ভারপ্রাপ্ত কোয়ার্টার মাস্টার মোহাম্মদ রাজ মামুদ এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে জানান, চুয়াডাঙ্গা-৬ বিজিবির পক্ষ থেকে দামুড়হুদা উপজেলা বড়বলদিয়া গ্রামে অসাহায় শীতার্ত মানুষের মধ্যে কম্বল বিতরণ করা হয়েছে।
চুয়াডাঙ্গা-৬ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. ক. নাজমুল হাসানের উপস্থিতিতে ৪০০টি কম্বল বিতরণ করা হয়।
এ সময় তিনি বলেন, শীতের তীব্রতা মোকাবিলায় এই মানবিক সহায়তা কার্যক্রম শীতার্ত মানুষের কষ্ট লাঘবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।
উল্লেখ্য, বিজিবি সীমান্ত সুরক্ষা ও চোরাচালান দমন কার্যক্রমের পাশাপাশি সমাজের দরিদ্র ও বিপন্ন মানুষের আর্ত-সামাজিক উন্নয়নে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। এরই ধারাবাহিকতায় চুয়াডাঙ্গা ব্যাটালিয়নের দায়িত্বপূর্ণ এলাকায় এ ধরনের মানবিক উদ্যোগ গ্রহণ করেছে এবং ভবিষ্যতেও এই কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানানো হয়।