বাসস
  ১০ জানুয়ারি ২০২৬, ১৬:২১

দিনাজপুর সীমান্তে বিজিবির অভিযানে ৭৮০ বোতল নেশা জাতীয় সিরাপ উদ্ধার

ছবি : বাসস

দিনাজপুর, ১০ জানুয়ারি ২০২৬ (বাসস): জেলার ফুলবাড়ী উপজেলার সীমান্ত এলাকায় বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) এর অভিযানে ৭৮০ বোতল নেশা জাতীয় সিরাপ উদ্ধার করা হয়েছে।

আজ শনিবার বিকাল সাড়ে ৩ টায় দিনাজপুর ফুলবাড়ী ২৯ বর্ডার গার্ড ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্ণেল এএম জাবের বিন জব্বারের প্রেরিত এক বার্তায় এই তথ্য নিশ্চিত করেন।

তিনি বলেন, আজ দুপুর ১২ টায় ফুলবাড়ী ২৯ বর্ডার গার্ড ব্যাটালিয়ন-বিজিবি'র অধীনস্থ জেলার বিরামপুর উপজেলার কাটলা বিশেষ ক্যাম্প ও খানপুর বিওপি সীমান্তে বিজিবি সদস্যদের পৃথক দু'টি অভিযানে ৭৮০ বোতল নেশা জাতীয় সিরাপ উদ্ধার করা হয়েছে।

বিজিবি প্রেরিত প্রেস বার্তায় জানানো হয়, বর্ডার গার্ড ব্যাটালিয়ন-বিজিবি সদস্যরা ফুলবাড়ী ২৯ বিজিবির অধীনস্থ বিরামপুর উপজেলার কাটলা বিশেষ ক্যাম্প ও সদর উপজেলার খানপুর সীমান্ত এলাকায় পৃথক দু'টি অভিযানে ৭৮০ বোতল নেশা জাতীয় সিরাপ উদ্ধার করা করা হয়। অভিযান কালে বিজিবি সদস্যদের উপস্থিতে টের পেয়ে মাদক কারবারিরা ঘটনাস্থলে তাদের ১০''টি পটলা ফেলে ভারত সীমানায় পালিয়ে যায়। উদ্ধারকৃত দ্রব্যের মূল্য এক লাখ ১৩ হাজার ৭শত টাকা নির্ধারণ করা হয়েছে।

ফুলবাড়ী ২৯ বিজিবি ব্যাটালিয়ন এর অধিনায়ক লে. কর্নেল এ এম জাবের বিন জব্বার বলেন, সীমান্ত রক্ষার পাশাপাশি মাদক ও চোরাচালান প্রতিরোধে বিজিবি কঠোর নজরদারি রেখেছে। এরই অংশ হিসেবে আজ দুপুরে পৃথক দু'টি অভিযানে মালিক বিহীন অবস্থায় এসব সিরাপ আটক করতে সক্ষম হয়। এ ধরণের অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি।

এ দু'টি ঘটনায় সংশ্লিষ্ট দু'টি থানায় বিজিবি সদস্যদের পক্ষ হতে পৃথক দু'টি অভিযোগ করা হয়েছে। উদ্ধারকৃত মাদকদ্রব্য বিজিবি সদস্যদের হেফাজতে রয়েছে।