শিরোনাম

চট্টগ্রাম উত্তর (ফটিকছড়ি), ১০ জানুয়ারি ২০২৬ (বাসস): জেলার ফটিকছড়ি উপজেলায় ফসলি জমির টপসয়েল কাটার অভিযোগে ৬টি ডাম্প ট্রাক ও একটি স্কেভেটর জব্দ করেছে উপজেলা প্রশাসন।
গতকাল শুক্রবার (৯ জানুয়ারি) দিবাগত শনিবার রাতে উপজেলার সুন্দরপুর ইউনিয়নের ছোট ছিলোনীয়া ও মহারাজার বাড়ি এলাকায় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ নজরুল ইসলাম এর নেতৃত্বে এ অভিযান পরিচালনা করে ৬টি ডাম্প ট্রাক ও একটি স্কেভেটর জব্দ করা হয়।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ নজরুল ইসলাম বলেন, গোপন সংবাদের ভিত্তিতে মধ্যরাতে অভিযান চালানো হয়। অভিযানের খবর পেয়ে অভিযুক্তরা আগেই পালিয়ে যায়। ঘটনাস্থল থেকে টপসয়েল উত্তোলনে ব্যবহৃত ৬টি ডাম্প ট্রাক ও একটি স্কেভেটর জব্দ করা হয়েছে।
জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি।