বাসস
  ১০ জানুয়ারি ২০২৬, ১৩:১০

দিনাজপুরে ফ্রি চিকিৎসা প্রদান

ডা. এজেডএম জাহিদ হোসেনের উদ্যোগে দিনাজপুরে ফ্রি চিকিৎসা সেবা ও রোগীদের মাঝে বিনামূল্যে ঔষধ প্রদান। ছবি: বাসস

দিনাজপুর, ১০ জানুয়ারি, ২০২৬ (বাসস) : বিএনপি'র স্থায়ী কমিটির সদস্য ডা. এজেডএম জাহিদ হোসেনের উদ্যোগে জেলার  নবাবগঞ্জ উপজেলার ভাদুরিয়া বাজারে ফ্রি চিকিৎসা সেবা ও রোগীদের মাঝে বিনামূল্যে ঔষধ প্রদান করা হয়েছে।

গতকাল শুক্রবার দুপুর আড়াই টা থেকে রাত ১০ টা পর্যন্ত বিরতিহীন ভাবে এই ফ্রি চিকিৎসা সেবা ও ঔষধ প্রদান করা হয়। বিনামূল্যে চিকিৎসা ক্যাম্পে শীত জনিত আক্রান্ত রোগীদের সর্দি, কাশি, নিউমোনিয়া, আক্রান্ত পুরুষ-মহিলা, বৃদ্ধ শিশুদের গুরুত্ব সহকারে চিকিৎসা সেবা ও ঔষধ প্রদান করা হয়েছে। আয়োজিত চিকিৎসা ক্যাম্পে চিকিৎসকেরা প্রাথমিক পরীক্ষা করে চিকিৎসা পত্র দেন।

সারাদেশে চলমান শৈতপ্রবাহে সাধারণ মানুষের স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করতে- দিনাজপুর-৬আসনের বিএনপি'র প্রার্থী অধ্যাপক ডা. এজেডএম. জাহিদ হোসেন এবং তার সহধর্মিনী ডা. শরীফা করিম স্বর্ণা'র উদ্যোগে এই ফ্রি চিকিৎসা সেবা প্রদান করা হয়।একটি মেডিকেল টিমের কয়কজন চিকিৎসক  ফ্রি মেডিকেল ক্যাম্পে আগত প্রায় ৮'শতাধিক রোগীদের প্রত্যেকে দীর্ঘ সময় চিকিৎসা সেবা প্রদান করা হয়েছে।

এলাকাবাসী এ ধরনের ফ্রি চিকিৎসা সেবা ও বিনামূল্যে ঔষধ প্রদানের আয়োজন একটি মানবিক সেবামূলক কার্যক্রম বলে প্রশংসা করেছেন।