শিরোনাম

টাঙ্গাইল ৯ জানুয়ারি ২০২৬ (বাসস) : সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় টাঙ্গাইলে শোক সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
আজ শুক্রবার বিকেলে টাঙ্গাইলের গোপালপুর উপজেলার বনমালী সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে নগদা শিমলা ইউনিয়ন বিএনপি এ শোক সভা ও দোয়া মাহফিলের আয়োজন করে।
দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে স্মৃতিচারণ করেন বিএনপির কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট আব্দুস সালাম পিন্টু।
এ সময় তিনি বলেন, বেগম খালেদা জিয়া শুধু একটি রাজনৈতিক দলের নেত্রী ছিলেন না, তিনি ছিলেন বাংলাদেশের গণতন্ত্র, সার্বভৌমত্ব ও আপসহীন নেতৃত্বের এক উজ্জ্বল প্রতীক স্বৈরাচারবিরোধী আন্দোলনে তার দৃঢ় অবস্থান আজও গণতন্ত্রকামী মানুষের জন্য প্রেরণার উৎস।
তিনি আরও বলেন, ব্যক্তিগত জীবনে সীমাহীন ত্যাগ স্বীকার করেও তিনি কখনো দেশ ও জনগণের অধিকার প্রশ্নে আপোষ করেননি। তার দীর্ঘ রাজনৈতিক সংগ্রাম প্রমাণ করেছে জনগণের ঐক্যবদ্ধ শক্তির কাছে কোনো দমননীতি টিকতে পারে না।
অনুষ্ঠানে গোপালপুর উপজেলা ও নগদা শিমলা ইউনিয়ন বিএনপির বিভিন্ন স্তরের নেতাকর্মী ও সর্বস্তরের জনগণ উপস্থিত ছিলেন।
স্মৃতিচারণ শেষে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া ও মোনাজাত পরিচালনা করেন মাওলানা ক্বারী ইমদাদুল হক।