শিরোনাম

মুন্সীগঞ্জ, ৯ জানুয়ারী (বাসস) : মুন্সীগঞ্জে ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে বাসের ধাক্কায় দুই মোটর সাইকেল-আরোহী নিহত হয়েছে।
নিহতরা হলেন, চালক সোহেল রানা (৪০) ও মতিউর রহমান (৫০)। নিহত মতিউর রহমান কেরানীগঞ্জ থানার কলাতিয়া এলাকার মর্তুজা আলীর পুত্র এবং সোহেল রানার বাড়ি একই এলাকায বলে জানা গেলেও তার পরিচয় পাওয়া যায়নি।
আজ শুক্রবার সন্ধ্যা ৬টায় ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে শ্রীনগর ফেরীঘাট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
হাসাঁড়া হাইওয়ে থানা পুলিশ জানায়, বরিশাল থেকে ঢাকামুখী সুরভি পরিবহনের একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে সামনে থাকা একটি মোটর সাইকেলকে সজোরে ধাক্কা দেয়। এতে মোটর সাইকেলটি দুমড়ে-মুচড়ে বাসের নিচে চলে যায় এবং ঘটনাস্থলে মোটর সাইকেল চালক সোহেল রানার মৃত্যু হয়।
শ্রীনগর ফায়ার স্টেশনের ষ্টেশন ম্যানেজার দেওয়ান আজাদ হোসেন জানান, ফায়ার সর্ভিসের কর্মীরা ঘটনাস্থল থেকে সোহেল রানার মরদেহ উদ্ধার করে এবং গুরুতর আহত মতিউর রহমানকে শ্রীনগর স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে পরে মতিউরের মৃত্যু হয়।
হাসাঁড়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এ টি এম মাহমুদুল হক জানান, নিহত সোহেল রানা এবং মতিউরের মরদেহ হাসাঁড়া হাইওয়ে থানায় রয়েছে।